মেঘনায় র‌্যাব পরিচয়ে রহস্যময় সন্ত্রাসী কর্মকান্ড

SHARE

01ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,মোঃ ইসমাইল হোসেন,১১ আগস্ট : কুমিল্লা মেঘনা উপজেলায় ১০/১২জন ব্যাক্তির একটি দল র‌্যাব পরিচয়ে অজ্ঞাত এক ব্যাক্তিকে মারধর করার পর কবর খুড়ার খবর পাওয়া গেছে। গত বৃহস্পতিবার সকাল ৮টায় উপজেলার চন্দনপুর ইউনিয়নের সাতানী আশরাফুল উলুম মাদ্রাসার নতুন ভবনের পিছনে র‌্যাব পরিচয়ে ১০/১২ জন ব্যাক্তির একটি দল অজ্ঞাত এক ব্যাক্তিকে মারধর করে। অজ্ঞাত ব্যক্তিটিকে পাশের সাতানী আশরাফুল উলুম মাদ্রাসার নতুন ভবনের পাশে মাটি চাপা দিতে চেষ্টা করে। লোকটির চিৎকারে ঘটনাস্থলের পাশের মাঠে কর্র্মরত এক কৃষক এ অবস্থা দেখতে পেয়ে সামনে এগিয়ে আসলে, অজ্ঞাত ব্যাক্তিরা কৃষককে নিজেদেরকে র‌্যাব পরিচয় দেয়। কৃষকটিকে ভয়ে ঘটনারস্থল ত্যাগ করতে চলে যায়। অন্যদিকে মাওলানা আল আমিন এবং মাওলানা আওলাদ হোসেন মাদ্রাসার দুজন শিক্ষক এ মারধর ও কবর খোড়ার দৃশ্য দেখে স্থানীয়দের অবগত করলে স্থানীয় কিছু লোক এগিয়ে আসলে র‌্যাব পরিচয়ে গ্রুপটি আহত লোকটিকে নিয়ে দ্রুত স্থান ত্যাগ করে। সাতানী গ্রামের শাহাব উদ্দিন মাষ্টার,ঘটনার সত্যতা স্বীকার করে। তিনি বলেন,মাদ্রাসায় যাওয়ার আগে সাতানী গ্রামের জাবের আলীর ছেলে আলী হোসেনের ঘরে ঢুকে তল্লাশী চালায় বলে শুনেছি। আমাকে মাদ্রাসার শিক্ষক মাওলানা আল আমিন ফোন করে জানালে, আমরা ঘটনাস্থলে যেতে যেতে ওরা বড়কান্দা মোড় দিয়ে ওমরাকান্দার দিকে পালিয়ে যায়। এ ঘটনায় এলাকার লোকজন আতংকে রয়েছে। মেঘনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এস এম সামসুদ্দিনের নিকট জানতে চাইলে, তিনি বলেন ঘটনাটি আমরা তদন্ত করছি। আমরা ঘটনাস্থলে আছি। চন্দনপুর ইউনিয়নের সাতানী আশরাফুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ মোঃ আলতাফ হোসেন হজ্জ পালন করতে সৌদি আরব থাকায় বিস্তারিত জানা যায় নি। গ্রামবাসী বলছেন,গ্রামে আতংক ছড়ানোর জন্য একটি সন্ত্রাসী গ্রুপ এবং চন্দনপুর ইউনিয়নের সাতানী আশরাফুল উলুম মাদ্রাসার বদনাম ছড়ানোর জন্য এ ঘটনাটি ঘটাতে পারে।02