মুক্তামনির হাতে অস্ত্রোপচার শনিবার

SHARE

muktamoni@abnews_93334ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,সিনেমা প্রতিনিধি,০৯ আগস্ট : বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার মুক্তামনির হাতে আগামী শনিবার অস্ত্রোপচার করা হবে। গতকাল  মঙ্গলবার  সকালে ১৩ সদস্যবিশিষ্ট একটি মেডিকেল বোর্ড মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মেডিকেল বোর্ড মিটিং শেষে বার্ন ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন গণমাধ্যমকে জানান, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী মুক্তামনির হাতে আগামী শনিবার অস্ত্রোপচার করা হবে। মুক্তামনির জীবন রক্ষার্থে যদি হাত কেটে ফেলতে হয়, সেই বিষয়ে তার বাবা-মায়ের সঙ্গে কথা বলা হয়েছে। তার বাবা-মা জানিয়েছেন, মুক্তামনিকে বাঁচাতে যদি তার হাত কেটে ফেলতে হয়, তাতেও তারা রাজি আছেন। তবে চিকিৎসকরা তার হাত বাঁচানোর জন্য চেষ্টা করবেন।

তিনি আরও জানান, এটি কোনো বিরল রোগ নয়। তার হাতে টিউমার ধরা পড়েছে। টিউমার থেকেই এ রোগ হয়েছে। তবে টিউমারে ক্যানসারের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।

মেডিকেল বোর্ড মিটিংয়ে আরও উপস্থিত ছিলেন বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আবুল কালাম ও প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক ড. জুলফিকার লেলিনসহ ১৩ জন সদস্য।