মেঘনা উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

SHARE

DSC09276ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,০৮ আগস্ট : কুমিল্লা মেঘনা উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয় গতকাল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে। উপজেলা নির্বাহী অফিসার আফরোজ পারভীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,মেঘনা উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম,সহকারী কমিশনার (ভূমি) এ এস এম মোসা,অফিসার ইনচার্জ মেঘনা থানা,ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম তাজ,মহিলা ভাইস চেয়ারম্যান দিলারী শিরিন,উপজেলা প্রকৌশলী,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা,মানিকারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হারুন ওর রশীদ,চন্দনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আহছানউল্লাহ, ভাওরখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ফারুক আব্বাসী,রাধানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবদুল বাতেন,মেঘনা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইসমাইল হোসেন,মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ কামালউদ্দিন,উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। উপজেলা নির্বাহী অফিসার আফরোজ পারভীন বলেন,নদীতে অবৈধ ঝোপ দেয়ার কারনে মাছ প্রজন্নন ব্যহত হচ্ছে। ঝোপের মধ্যে কচুরিপানা আটকানোর ফলে নৌকা চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এতে করে জনসাধারনের নৌ পথে স্বাভাবিক গতিপথ বজায় রাখার স্বার্থে আগামী তিন দিনের মধ্যে আপনাদিগকে ঝোপ সরিয়ে নেয়ার জন্য অনুরোধ করা হলো। অন্যথায় মোবাইল কোর্ট পরিচালানার মাধ্যমে আইনগত ব্যবস্থা করা গ্রহন করা হবে।