জেলা হচ্ছে সুন্দরবন

SHARE

266ভারতের পশ্চিমবঙ্গে আলিপুরদুয়ারের পর আরো একটি জেলা হচ্ছে সুন্দরবন। আগামী বছরের অক্টোবর মাসের মধ্যে সুন্দরবনকে নতুন জেলা হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। শুক্রবার সন্দেশখালিতে এক সরকারি সভায় তিনি এ কথা বলেন।

মমতা বলেন, আগামী বছরের অক্টোবর মাসের মধ্যে সুন্দরবনকে নতুন জেলা হিসেবে গড়ে তোলা হবে। পাশাপাশি, আগামীতে বসিরহাট, ঝাড়গ্রামকে নতুন জেলার মর্যাদা দেয়া হবে।

রাজ্যের প্রত্যন্ত এলাকা সুন্দরবন। দূরত্বের কারণে অনেক সময়ই এলাকাবাসীর কাছে সরকারি সেবা পেতে দেরি হয়। এই প্রেক্ষাপটে সুন্দরবনকে নতুন জেলা করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর মতে, বড় জেলা ভেঙে ছোট ছোট জেলা তৈরি হলে প্রশাসনিক কাজ আরো মসৃণ হবে। গতি পাবে উন্নয়ন।

এদিকে বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনের অবস্থান ভারত ও বাংলাদেশে। আবার ভারতের ৪ হাজার ১১০ বর্গকিলোমিটারের মধ্যে ১ হাজার ৭ শ বর্গকিলোমিটার এলাকা রয়েছে ২৪ পরগণা জেলার অন্তর্গত।