ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,রংপুর প্রতিনিধি, ২৪ জুন : ঈদযাত্রায় রংপুরে সিমেন্ট বোঝাই ট্রাক উল্টে ১৬ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে জেলার পীরগঞ্জ উপজেলার কলাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা গাজীপুর থেকে ঈদ করতে বাড়ি যাচ্ছিলেন।
নিহতদের মধ্যে ৫ জনের নাম জানা গেছে। তারা হলেন আলমগীর (২৭), দেলোয়ার (৩০), সাদ্দাম (২৫), মনির (২৮) ও জসীম (২৬)।
দুর্ঘটনায় আহত ৮ জন হলেন- খাদিজা, আফরোজা, রহিমা, জামিলা, ময়না, মমিনুল, খলিল ও দুলাল। আহতরা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিমের ভাষ্য, সিমেন্টবোঝাই ট্রাকটি গাজীপুর থেকে রংপুরের দিকে যাচ্ছিল। ট্রাকের ছাদে সিমেন্টের বস্তার ওপর বসে ঈদে ঘরে ফিরছিলেন স্বল্প আয়ের লোকগুলো। কলাবাগান এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ছাদে থাকা লোকজন পড়ে গিয়ে সিমেন্টের বস্তার নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই নিহত হয়েছেন ১১ জন। মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আরও ৫ জন নিহত হন।
প্রাথমিকভাবে জানা গেছে, হতাহত ব্যক্তিরা বেশির ভাগই পোশাকশ্রমিক।