ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,চট্টগ্রাম ব্যুরো,২৩ জুন : চট্টগ্রামে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) হামিদুল ইসলামের (৩৬) বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার ধর্ষিতা চট্টগ্রামে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ মামলাটি দায়ের করেছেন। আদালত মামলা গ্রহণ করে ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করার আদেশ দিয়েছেন।
মামলার আরজিতে বলেছেন, ২০১৫ সালের ১৭ অক্টোবর একটি মোবাইল চুরির বিষয়ে থানায় জিডি করতে গিয়ে এএসআই হামিদের সঙ্গে তার পরিচয় হয়। এরপর হামিদের সঙ্গে বন্ধুত্ব হয়। তারা স্বামী-স্ত্রী পরিচয়ে বিভিন্ন আবাসিক হোটেলে রাত অতিবাহিত করেন।
আরজিতে আরো উল্লেখ করেছেন, সিএমপির বিশেষ শাখায় (সিটি এসবি) হামিদুল ইসলামের অফিসে বিয়ের প্রস্তাব দিয়ে প্রত্যাখ্যাত হয়ে তরুণী বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছেন। আসামি নিজেই তরুণীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করান। তরুণীকে পুলিশ পরিচয় দিয়ে মামলা না করতে চাপ দিয়ে আসছে।
মামলার বাদির আইনজীবি মো. আব্দুল হামিদ জানান, ২০১৫ থেকে ২০১৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত অভিযুক্ত হামিদুল ইসলাম সিএমপির গোয়েন্দা ইউনিট ও বিশেষ শাখায় কর্মরত ছিলেন। বর্তমানে তিনি রংপুর রেঞ্জে কর্মরত আছেন।