‘অ্যান্ড্রয়েড ও’ আপডেট পাচ্ছে ওয়ানপ্লাস ৩

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,তথ্য ও প্রযুক্তি প্রতিনিধি,০১ জুন :  গুগলের সর্বশেষ অপারেটিং সিস্টেম ‘অ্যান্ড্রয়েড ও’ আপডেট পাচ্ছে ‘ওয়ানপ্লাস ৩’ এবং ‘ওয়ানপ্লাস ৩টি’ স্মার্টফোন। ওয়ানপ্লাসের প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা পিট ল বিষয়টি একটি টুইটের মাধ্যমে নিশ্চিত করেছেন।

একইসময়ে, সবার নজর কোম্পানির বাজারে আসতে যাওয়া ওয়ানপ্লাস ৫ স্মার্টফোনের দিকে। চীনের এই স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ওয়ানপ্লাস ৩ অথবা ৩টি এর পরে ‘ওয়ানপ্লাস ৪’ বাদ দিয়ে ওয়ানপ্লাস ৫ বাজারে আনছে। তবে একটি সিরিজ বাদ দিয়ে পরবর্তী সিরিজের ফোন বাজারে আনতে যাওয়ার বিষয়ে প্রশ্ন অনেকের মনেই আছে। এর কারণ হলো দেশটিতে ৪ সংখ্যাটিকে ‘নেগেটিভ’ হিসেবে দেখা হয়।

নতুন ফোনটিতে ক্যামেরার মান ও অভিজ্ঞতা ভালো করতে ওয়ানপ্লাস ডিএক্সওমার্ক নামক কোম্পানির সাথে চুক্তি করছে। ফাঁস হওয়া ছবিতে দেখা গেছে ওয়ানপ্লাস ৫ এর পিছনে ডুয়াল ক্যামেরা থাকবে। এছাড়াও থাকছে সর্বশেষ ও সবচেয়ে শক্তিশালী সিস্টেম চিপ স্ন্যাপড্রাগন ৮৩৫।