হোমনায় যুবলীগের পকেট কমিটি গঠনের আশঙ্কায় বিক্ষোভ প্রতিবাদ সভা

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,হোমনা প্রতিনিধি,০৪ মে : কুমিল্লার হোমনা উপজেলা যুবলীগকে নতুন করে গোপনে পকেট কমিটি গঠনের আশঙ্কায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হোমনা প্রেসকাবের সামনে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এসএম আলাল উদ্দিন আলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. জহিরুল ইসলাম কিশোর (ভি.পি), মো. লুৎফর রহমান লাক মিয়া, যুগ্ম সাধারন সম্পাদক মো. মেজবাহ উদ্দিন সরকার, সাংগঠনিক সম্পাদক মো. জসিম উদ্দিন লিটন ভূইয়া (ভিপি), মাথাভাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল মান্নান প্রমূখ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, প্রচার সম্পাদক মো. হুমায়ন কবির, জেলা যুবলীগ নেতা মো. শাহজালাল সাজু, হোমনা উপজেলা যুবলীগ নেতা মো. মজিবুর রহমান, এসএম জুয়েল রানা, মো. জহিরুল ইসলাম, সোহেল আকতার, উপজেলা যুব মহিলালীগের সম্পাদিকা আসমা আক্তার, নিলখী ইউনিয়ন যুবলীগ সভাপতি খন্দকার মানিক, সাধারন সম্পাদক মো. জাকির হোসেন, মাথাভাঙ্গা ইউপি যুবলীগ সাধারন সম্পাদক মো. মফিজুল ইসলাম, সহ-সভাপতি মো. হানিফ মিয়া, সিপন মিয়া, আবুল কালাম আজাদ, আসাদপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি তসলিম সরকার, ঘাগুটিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর, ভাষানিয়া ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. নজরুল ইসলামসহ উপজেলা ও সকল ইউনিয়নের কয়েকশ’ নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন।
প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ বলেন, হোমনা উপজেলা যুবলীগের বর্তমান কমিটির কার্যক্রম সক্রিয় থাকা সত্ত্বেও জেলা যুবলীগের কতিপয় নেতা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ঢাকায় বসে যুদ্ধাপরাধীর সন্তান ও বিএনপি’র মদদপুষ্টদেরকে ভাইটাল পোষ্ট দিয়ে নতুন করে কমিটি করার পায়তারা করছে। এই কমিটি গঠন করা হলে হোমনা উপজেলা যুবলীগের ত্যাগি নেতারা বঞ্চিত হবে; ধ্বংস হয়ে যাবে আওয়ামী যুবলীগের আদর্শের রাজনীতি। আর এর প্রভাব পড়বে আগামী নির্বাচনেও।
নেতারা আরো বলেন, কিছুদিন পূর্বে কয়েক হাজার ইয়াবাসহ গ্রেফতার হয়ে জেল খেটে এসে ফের যুবলীগের যোগদানের পায়তারা চলছে। এসব ইয়াবা ব্যবসায়ীরা যুবলীগের প্রবেশ করার উদ্দেশ্যই যুব সমাজকে ধ্বংসের পাশাপাশি মুক্তিযুদ্ধের পক্ষের দল বাংলাদেশ আওয়ামীগকে ধ্বংস করা। বিষয়টি কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেন এবং হোমনা উপজেলায় এসে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের দাবি জানান।
এর পূর্বে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এসএম আলাল উদ্দিন আলালের নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি হোমনা প্রেসকাব হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।