ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,নিজস্ব প্রতিনিধি,২৮ এপ্রিল : সাভারে একটি বাসে অভিযান চালিয়ে নব্য জেএমবির সারোয়ার-তামিম গ্রুপের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। গ্রেফতারকৃতরা হলেন- ধর্মান্তরিত মুসলিম তামিম দ্বারী (২৬), কামরুল হাসান কাজল (৩২) ও মোস্তফা মজুমদার ওরফে সিহাব ওরফে হামজা (৩২)। তাদের কাছ থেকে বিপুল পরিমান ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করা হয়েছে। এর আগে গত ২৬ এপ্রিল র্যাব উত্তরা থেকে জেএমবির আইইডি বিশেষজ্ঞ বুয়েটের কম্পিউটার বিভাগের শিক্ষার্থী মুশফিকুর রহমান ওরফে মুশফিক ওরফে জেনিকে গ্রেফতার করে। তার দেয়া তথ্যের ভিত্তিতেই বৃহস্পতিবার রাতে এই তিনজনকে গ্রেফতার করা হয়। র্যাব সদর দফতরের মিডিয়া শাখার সহকারি পরিচালক এসটি মিজানুর রহমান এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন।