অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরলেন এমভি গ্রীন লাইনের যাত্রীরা!

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ বিডি ডট কম,বরিশাল প্রতিনিধি,২৩ এপ্রিল : বরিশাল সদর উপজেলার কীর্তনখোলা নদীর বেলতলা খেয়াঘাট সংলগ্ন এলাকায় বালুবাহী একটি ট্রলারের ধাক্কায় এমভি গ্রীন লাইন-২ লঞ্চের তলা ফেটে গেছে। লঞ্চটি তাৎক্ষণিকভাবে তীরের ধারে নেয়ায় দুই শতাধিক যাত্রী প্রাণে বেঁচে গেছেন।
অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরলেন এমভি গ্রীন লাইনের যাত্রীরা!
আজ শনিবার বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় কার্গোটি পানিতে ডুবে গেছে। একই সঙ্গে গ্রীন লাইন-২ লঞ্চের নিচের অংশও পানিতে তলিয়ে গেছে।
অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরলেন এমভি গ্রীন লাইনের যাত্রীরা!
ঘটনাস্থলে থাকা গ্রীন লাইন-২ লঞ্চের এক যাত্রীর সঙ্গে ফোনে কথা হলে জানা যায়, বেলা ৩টায় গ্রীন লাইন-২ লঞ্চটি বরিশাল থেকে ছেড়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে তালতলী এলাকায় বালুবাহী একটি কার্গো লঞ্চটি ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।

তলা ফেঁটে পানি প্রবেশ করায় লঞ্চটি দ্রুতই ডুবে যাচ্ছে বলে জানিয়েছেন বরিশাল বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

এদিকে, এ ঘটনায় প্রায় ১৫ জন আহত হয়েছে । আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরলেন এমভি গ্রীন লাইনের যাত্রীরা!
বরিশাল ফায়ার সার্ভিসের উপপরিচালক ফারুক হোসেন জানান, ঘটনাস্থলে তাদের ডুবুরিদল কাজ করছে। নিখোঁজের কোনো খবর পাওয়া যায়নি। এ ছাড়া ডুবে যাওয়া কার্গোটির অবস্থান এখনো নির্ণয়  করা যায়নি।