(ভিডিও)বিস্কুট-পানির মিশ্রণ ঢেলে হাতিয়ে নেয় সর্বস্ব, হাতেনাতে ধরা পড়ল ‘বমি পার্টি’র একজন

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.ম,রাজধানী ঢাকার ধানমণ্ডি প্রতিনিধি, মঙ্গলবার   ২৭ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ১৩ ১৪৩২ :

রাজধানী ঢাকার ধানমণ্ডি-৪ থেকে বাসে করে শ্যামলী যাচ্ছিলেন লিটন হোসেন নামের এক ব্যবসায়ী। পথিমধ্যে তার শরীরে বমি করে দেয় পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তি। তবে লিটন হোসেন বুঝে ফেলেন, এটি স্বাভাবিক কোনো ঘটনা নয়, তিনি নিশ্চিত কোনো ফাঁদে পড়তে যাচ্ছেন।

এর আগেও ‘বমি পার্টি’র খপ্পরে পড়ার ভয়ানক অভিজ্ঞতা ছিল লিটন হোসেনের। রাজধানীর টেকনিক্যাল থেকে বাসে করে কল্যাণপুর যাওয়ার পথে একটি চক্র তার গায়ে বিস্কুট আর পানি মেশানো পানি ফেলে, মনোযোগে বিঘ্ন ঘটিয়ে তার পকেটে থাকা ২ হাতিয়ে নেয়।

ধানমণ্ডি-৪ এ রূপায়ন টাওয়ারের ১৯ তলায় হোটেলের ব্যবসা করা এই ব্যবসায়ী তার প্রথম বমি পার্টির খপ্পরে পড়ার অভিজ্ঞতা জানাতে বলেন, ‘আমাকে আগে থেকে টার্গেট করেছিল কিনা জানিনা। কিন্তু আমি যখন ভাড়া দিতে নিছি, পকেটে হাত দিয়া দেখি টাকা নাই। ওরা আমারে ফলো করছে হয়তোবা।’

মুখে বিস্কুট নিয়ে পানি দিয়ে কুলি করে অভিনব কায়দায় লোকের সর্বস্ব হাতিয়ে নিচ্ছে নতুন একটি চক্র ‘বমি পার্টি’। গায়ে বমি করে বা বমি সদৃশ কিছু ফেলে লোকের মনোযোগ অন্যদিকে চালনা করার মাধ্যমে লোকের পকেটে থাকা মূল্যবান সম্পদ হাতিয়ে নেয় চক্রটই।

সম্প্রতি দ্বিতীয়বারের মতো এমন একটি চক্রের খপ্পরে পড়েন ব্যবসায়ী লিটন হোসেন। তবে এবার গায়ে বমি সদৃশ বিস্কুট-পানির মিশ্রণ পড়তেই এক ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলেন তিনি। তিনি বলেন, ‘আমার গায়ে এই বিস্কুটের পানি ফেলার পরই আমি বুঝতে পারছি যে, এই কাজটা আগেরবারের মতো সেইম কাজ। আমার পকেটে টাকা আছে, তখন আমি তারে ধইরা ফেলছি।’

Advertisement

এ জে সেন্টারে বিত্রুয় প্রতিনিধি আবশ্যক
__________________________
এ সি,ডিসি লাইট,বাথ ব্যাথা,চুলকানীর মলম,ইত্যাদি বিক্রয় করা হয়।
বিক্রয় প্রতিনিধিদের সাইকেল ও মোবাইল দেওয়া হয়, আলোচনাশাপেক্ষে।
যোগাযোগ করুন-মোবাইল : ০১৯৭৮৬২৪২০৫
মোঃ মতিউর রহমান
এ জে সেন্টার
বারদি 
বাজার,সোনারগাঁও
জেলা- নারায়নগঞ্জ

_______________________________________

তবে হাতেনাতে ধরা পড়া ব্যক্তি মোহাম্মদ নয়ন শেখ ব্যবসায়ী লিটন হোসেনের অভিযোগ অস্বীকার করে জানায়, সে এর সাথে জড়িত নয়। সে এসি মেরামতের কাজ করে। ব্যবসায়ী লিটনের গায়ে কেউ বমি করেছে দেখে সাহায্য করতে এলে ভুক্তভোগী লিটনসহ অন্যান্য লোকজন তাকে সন্দেহ করে ধরে ফেলেছে।

অন্যদিকে ব্যবসায়ী লিটন বমি পার্টির লোক সন্দেহে ধরা পড়া নয়নের আইনানুগ শাস্তি দাবি করেন।