ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,রাজনীতি প্রতিনিধি,বৃহস্পতিবার ১৫ জানুয়ারি ২০২৬ || মাঘ ১ ১৪৩২ :
ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়াই ২৫৩ আসনে সমঝোতার ঘোষণা দিলো ১০ দলীয় নির্বাচনী ঐক্য। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ড. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এই ঘোষনা দেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জোটভুক্ত দলগুলোর মধ্য থেকে জামায়াতে ইসলামী ১৭৯টি, এনসিপি ৩০টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২০টি, খেলাফত মজলিস ১০টি, এলডিপি ৭টি, নেজামে ইসলাম পার্টি ২টি, আমার বাংলাদেশ পার্টি ৩টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ২টি আসনে লড়বে।
Advertisement
সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের কোনো প্রতিনিধি উপস্থিত হননি। বাকি ১০ দলের প্রতিনিধিরা ছিলেন। এরমধ্যে ৮টি দল বিভিন্ন সংখ্যক আসনে একক প্রার্থী দেবেন বলে সমঝোতা চূড়ান্ত হয়েছে। এখনো বাকি আছে ৪৭টি আসন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১১ দলীয় ঐক্যে বাংলাদেশ খেলাফত আন্দোলন এবং জাতীয় গণতান্ত্রিক পার্টিও থাকছে। তবে তাদের জন্য এই মুহূর্তে আসন বন্টন করা যায়নি। পরবর্তীতে আলোচনা করা হবে বলেও জানানো হয়।
ইসলামী আন্দোলনের সঙ্গে সমঝোতা এখনো না হওয়ায় এই জোটে দলটি শেষ পর্যন্ত থাকবে কিনা তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে দলগুলোর মধ্যে বিভিন্ন পর্যায়ে আলোচনা হলেও চূড়ান্ত সমঝোতায় পৌঁছতে পারেনি।
গত কয়েকদিন ধরে জামায়াত ও ইসলামী আন্দোলনের মধ্যে আসন সংখ্যা নিয়ে টানাপোড়েন চলছিল। এরমধ্যে গুঞ্জন ওঠে ১১ দলীয় জোটে থাকছে না ইসলামী আন্দোলনসহ কয়েকটি দল।
এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার দুপুরে মগবাজারে জামায়াতের অফিসে ইসলামী আন্দোলনকে ছাড়াই ১০ দলের শীর্ষ নেতারা বৈঠকে বসেন। বৈঠক শেষে কথা বলেন শীর্ষ নেতারা। ১১ দলীয় জোট ভাঙবে না বলে আশাবাদী ব্যক্ত করেন তারা।
বেলা সাড়ে ১১টার দিকে জামায়াতের পক্ষ থেকে সাংবাদিকদের একটি আমন্ত্রণপত্র পাঠানো হয়। সেখানে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলের আসন সমঝোতা বিষয়ে চূড়ান্ত ঘোষণা প্রদানের লক্ষ্যে আজ বিকেল সাড়ে ৪টায় রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। এতে ১১ দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
কিন্তু বেলা সোয়া ২টার দিকে সংবাদ সম্মেলনে স্থগিতের কথা জানানো হয়। জামায়াতের পক্ষ থেকে আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আজ ১৪ জানুয়ারি বিকেল সাড়ে ৪টায় আন্দোলনরত ১১ দল ঘোষিত সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে।’
যদিও আজকে সংবাদ সম্মেলনে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আসন সংখ্যা নিয়ে আমাদের মধ্যে আলোচনা চলমান আছে। আশা করছি আমাদের ঐক্যে তারা আসবেন৷ তাদের অবস্থান পরিষ্কার হলেই তাদের আসন সংখ্যা ঘোষণা করা হবে।
Advertisement
আপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি আপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain আথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————
১১টি দলই শেষ পর্যন্ত জোটে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকও।



