সাতকানিয়ায় কর্নেল অলিসহ ১২ জনের বিরুদ্ধে থানায় এজাহার

SHARE

কর্নেল অলি (ছবি সংগৃহীত)

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.ম,চট্টগ্রাম প্রতিনিধি,বুধবার   ১৪ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ৩০ ১৪৩২ :

চট্টগ্রামের সাতকানিয়ায় বিএনপি প্রার্থীর নির্বাচনী প্রধান সমন্বয়কের গাড়িতে হামলার অভিযোগে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রমসহ ১২ জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ (এজাহার) দায়ের করা হয়েছে।

Advertisement

 

১১ জানুয়ারি রাতে সাতকানিয়া থানায় এই অভিযোগ দায়ের করেন চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের প্রধান সমন্বয়ক এম এ হাশেম রাজু।

Advertisement

 

এজাহারে নামীয় ১২ জন ছাড়াও অজ্ঞাত পরিচয় আরো ৫০-৬০ জনকে আসামি করা হয়েছে। সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

থানায় জমা দেওয়া এজাহারে বাদী এম এ হাশেম রাজু উল্লেখ করেন, বিএনপি প্রার্থীর নির্বাচন পরিচালনার দায়িত্ব নেওয়ার পর থেকেই কর্নেল অলি ও তাঁর দলের নেতাকর্মীদের পক্ষ থেকে তাঁকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল। গত ৮ জানুয়ারি রাতে পুরানগড় ইউনিয়নে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মাগফিরাত কামনায় আয়োজিত একটি দোয়া মাহফিল শেষে ফেরার পথে তিনি হামলার শিকার হন।

Advertisement

আপরাধমূলক সংবাদ পাঠান
——————————-
আপনি আপরাধমূলক সংবাদ পাঠাতে পারেন লিখা ও ভিডিও এবং চিত্রসহ প্রধান সম্পাদক মোঃ ইসমাইল হোসেন দ্বায়ী থাকবেন। আপনার নাম ও ঠিকানা এবং মোবাইল নাম্বার গোপন থাকবে। লিখুন আমার ফেইজ বুকে Md Ismail Hossain আথবা ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম।মোবাইল: ০১৭১৪৪৯৭৮৮৫
——————————————

রাত ১১টার দিকে মাইক্রোবাস ও মোটরসাইকেলে করে ফেরার পথে বাজালিয়া বাসস্ট্যান্ডের পশ্চিমে ভাঙা ব্রিজের কাছে একদল লোক রাজুর গাড়ির গতিরোধ করে। এসময় কর্নেল অলির নির্দেশে এলডিপির অর্ধশতাধিক নেতাকর্মী আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র নিয়ে গাড়িতে ভাঙচুর চালায় এবং গুলি বর্ষণ করে।

 

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক বলেন, “এম এ হাশেম রাজু বাদী হয়ে একটি অভিযোগ দিয়েছেন। বিষয়টি বর্তমানে সেটি তদন্তাধীন। তদন্ত শেষে আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল বলেন, “রাজুর গাড়িতে হামলার ঘটনায় এলডিপি বা ১১ দলীয় জোটের কেউ জড়িত নয়। এজাহারে এমন ব্যক্তিদের নাম দেওয়া হয়েছে যারা ব্যবসার কাজে ঢাকায় থাকেন। এমনকি ঈদের সময়ও বাড়ি আসতে পারেন না। এটি একটি মিথ্যা ও সাজানো অভিযোগ।”