(ভিডিও) খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন: ডা. জাহিদ

SHARE

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.ম,রাজধানীর এভারকেয়ার হাসপাতাল প্রতিনিধি,মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৫ ১৪৩২ :

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন ডা. এ জেড এম জাহিদ হোসেন। সোমবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ২টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

ডা. জাহিদ হোসেন বলেন, ‘আমরা সবাই জানি বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ২৩ নভেম্বর থেকে আজ অবধি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। আমি গত পরশুও আপনাদের বলেছিলাম, তিনি তার জীবনের সবচেয়ে সংকটময় সময় অতিক্রম করছেন। সময়ই বলে দেবে তিনি সেই সংকট কতটুকু কাটিয়ে উঠতে পারবেন।’

তিনি বলেন, ‘বেগম জিয়া অত্যন্ত সংকটময় সময় অতিক্রম করছেন। কাজেই এই অবস্থায় তার পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে আমরা শুধু এটুকুই বলতে পারি, তার সুস্থতার জন্য মহান রাব্বুল আলামীনের কাছে দোয়া করবেন।’

 

এ সময় হাসপাতালে পরিবারের সদস্যদের উপস্থিতির বিষয়ে তিনি বলেন, ‘আপনারা লক্ষ্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, মরহুম আরাফাত রহমান কোকোর সহধর্মিণী শর্মিলা রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ছোট ভাই ও বড় বোনসহ সব আত্মীয়স্বজন হাসপাতালে এসেছিলেন। অনেকে এখনও হাসপাতালে অবস্থান করছেন।’

Advertisement

ডা. জাহিদ জানান, দেশি-বিদেশি চিকিৎসকরা সার্বক্ষণিক তার শারীরিক অবস্থার তদারকি করছেন। মেডিকেল বোর্ডের সদস্যদের মধ্যে রয়েছেন- ডা. শাহাবুদ্দিন তালুকদার, অধ্যাপক ডা. এফএম সিদ্দিকী, অধ্যাপক ডা. নুরুদ্দিন আহমেদ, অধ্যাপক ডা. জিয়াউল হক, ব্রিগেডিয়ার জেনারেল ডা. সাইফুল ইসলাম, ডা. এজেডএম সালেহ, ডা. জাফর ইকবাল, ডা. মাসুম কামাল, অধ্যাপক ডা. এ কিউ এম মহসিন ও অধ্যাপক ডা. এ কিউ এম রেজা।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন: ডা. জাহিদ। ছবি: সংগৃহীত