(ভিডিও) মধ্যরাতে ব্রিফিং: খালেদা জিয়া সংকটময় মুহূর্ত পার করছেন

SHARE

https://www.facebook.com/share/v/1CqeMWcdm9/

য়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.ম, রাজনীতি   প্রতিনিধি,রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৩ ১৪৩২ :

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল। তিনি বর্তমানে সংকটময় সময় পার করছেন বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

 

খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. জাহিদ বলেন, “স্বাভাবিকভাবে তার অবস্থার উন্নতি হয়েছে, এমনটি বলা যাচ্ছে না। তার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি একটি সংকটময় পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছেন।”

Advertisement

 

শনিবার রাত সাড়ে ১২টার দিকে কোনো পূর্বঘোষণা ছাড়াই রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে ব্রিফ করেন ডা. জাহিদ।

 

তিনি জানান, গত ২৩ নভেম্বর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর থেকে তার শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি ঘটে। এ কারণেই প্রথমে তাকে কেবিন থেকে সিসিইউতে এবং পরবর্তীতে আইসিইউতে স্থানান্তর করা হয়।

চিকিৎসা কার্যক্রম সম্পর্কে ডা. জাহিদ বলেন, দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছে। এ চিকিৎসা কার্যক্রমে তার পুত্রবধূ ডা. জুবাইদা রহমানও যুক্ত রয়েছেন।

 

ব্রিফিংয়ের পর বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে ডা. জাহিদের উদ্ধৃতি দিয়ে বলা হয়, “দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি সংকটময় মূহূর্ত পার করছেন, যদি আল্লাহর রহমতে উনি এই সংকটময় মুহূর্তটি পার হয়ে যেতে পারেন, তাহলে আমরা ভালো কিছু শুনতে পারব।”

দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফেরার পর গত বৃহস্পতিবার খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে যান তারেক রহমান। শনিবার (২৭ ডিসেম্বর) দিনভর বিভিন্ন কর্মসূচি শেষে আবার মাকে দেখতে হাসপাতালে যান তিনি।

 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমানের উপস্থিতে মেডিকেল বোর্ডের সভা হয়। সেখানে দুই ঘণ্টার বেশি সময় অবস্থান করে রাত ১১টা ৫৮ মিনিটে হাসপাতাল ছাড়েন তারা। এরপর ডা. জাহিদ সাংবাদিকদের উদ্দেশে ব্রিফ করেন।

Advertisement

২৩ নভেম্বর থেকে খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।