ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,ময়মনসিংহ প্রতিনিধি, শনিবার ২২ নভেম্বর ২০২৫ || অগ্রহায়ণ ৭ ১৪৩২ :
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়ার ময়মনসিংহের বাসার গেটে অগ্নিসংযোগ ও ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
Advertisement
শুক্রবার (২১ নভেম্বর) রাতে ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে শুক্রবার ভোরে নগরীর আকুয়া এলাকায় অভিযান চালিয়ে এই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- নগরীর কেওয়াটখালী এলাকার মৃত আব্দুল জলিলের ছেলে মো. মাসুদ রানা (৪৫), আকুয়া বোর্ডঘর এলাকার আব্দুল জব্বারের ছেলে মো. আরিফ (৩০), একই এলাকার আব্দুল জব্বারের ছেলে বিপুল (২১) ও আকুয়া ওয়ালেছ গেট এলাকার আ. সালামের ছেলে মো. রাজন (১৯)।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

পুলিশ সূত্র জানায়, শুক্রবার ভোরে নগরীর আকুয়া এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পুলিশ কিছু ক্লু পেয়েছে। এটি নিয়ে পুলিশ কাজ করছে। এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে আরও কয়েকজনকে আইনের আওতায় আনতে পুলিশের একাধিক টিম কাজ করছে।
Advertisement

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, শুক্রবার বিকেলে গ্রেপ্তার চারজনকে ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আগামী রোববার রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন আদালত।
এ বিষয়ে ময়মনসিংহের পুলিশ সুপার কাজী আখতারুল আলম বলেন, যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের রিমান্ডে নিলে আরও তথ্য উদঘাটন করা যাবে। এছাড়া ঘটনায় জড়িতদের বিষয়ে আরও তথ্য পাওয়া গেছে। তদন্তের স্বার্থে তা এখনই বলা যাচ্ছে না। দ্রুতই এ ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।



