ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (ভিডিও),বরিশাল প্রতিনিধি, রোববার ২৬ অক্টোবর ২০২৫ || কার্তিক ১০ ১৪৩২ :
ভোলার শ্রীপুর চরে তরমুজের ক্ষেতে ধরা পড়ে সাড়ে ১৪ মণ ওজনের শাপলা পাতা মাছ। মাছটি প্রায় তিন লাখ টাকায় বিক্রি করা হয়।
Advertisement
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

নগরীরর পোর্ট রোডের মাছের আড়তের মো. হাসান জানান, মঙ্গলবার দুপুরে শ্রীপুর চরে তরমুজ কাটতে যান কৃষকরা। বৃষ্টি এবং নদীর পানিতে বেশিরভাগ তরমুজ নষ্ট হয়েছে। ওই নষ্ট তরমুজ তারা কেটে ফেলছিলেন। এ সময় ক্ষেতের মধ্যে বিশালাকায় কিছু একটা নড়তে দেখেন তারা। কাছে গিয়ে দেখতে পান শাপলা পাতা মাছ। এরপর মাছটিকে একটি স্পিডবোটে তোলেন তারা। সেখান থেকে বিকালে নিয়ে আসা হয় পোর্ট রোডে। মাছটি ১ লাখ ২০ হাজার টাকায় কেনেন ১০ জন।
Advertisement
১০ জনের একজন পরেশ। তিনি জানান, মঙ্গলবার সন্ধ্যায় পোর্ট রোডের আড়ত থেকে ১০ জন মিলে মাছটি ১ লাখ ২০ হাজার টাকায় কেনা হয়। বিক্রির জন্য মাছটি ভ্যানে করে নগরময় ঘুরিয়ে মাইকিং করা হয়। বুধবার সকাল থেকে মাছটি কেটে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। প্রায় তিন লাখ টাকায় এটি বিক্রি হয়েছে।

তরমুজের ক্ষেতে সাড়ে ১৪ মণের শাপলা পাতা মাছ


