(ভিডিও)জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে জুলাই যোদ্ধা ও পুলিশের মধ্যে সংঘর্ষ

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (ভিডিও),বিশেষ প্রতিনিধি, শুক্রবার   ১৭ অক্টোবর ২০২৫ ||  কার্তিক ১ ১৪৩২ :

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে সেখানে ‘জুলাই যোদ্ধা’ ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

Advertisement

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর দুপুর সোয়া ১টা থেকে ২টা পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় পুলিশ ‘জুলাই যোদ্ধাদের’ লাঠিচার্জ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে অনুষ্ঠানের মঞ্চ এলাকা থেকে থেকে সরিয়ে দিয়েছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত বিক্ষোভকারীরা খামারবাড়ি এলাকার দিকে অবস্থান করছিলেন। এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছিল। 

Ezoic

প্রত্যক্ষদর্শীরা জানান, জুলাই যোদ্ধা পরিচয়ে বিক্ষোভকারীরা দুপুরের দিকে একাধিক যানবাহনে ভাঙচুর-অগ্নিসংযোগ ও অনুষ্ঠানস্থলের আশপাশের বিভিন্ন আসবাব-সরঞ্জামে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা।

দুপুর সোয়া ১টার দিকে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এমপি হোস্টেলের সামনে থেকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে শুরু করে। এ সময় বিক্ষোভকারীদের উপর লাঠিচার্জ ও টিয়ারশেল ব্যবহার করা হয়। এরপর ধাওয়া পাল্টা ধাওয়া হয়। একাধিকার সেখানে বিস্ফোরণের শব্দ পান আশপাশের লোকজন। 

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

 

একপর্যায়ে বিক্ষোভকারী ছত্রভঙ্গ হয়ে খামারবাড়িসহ অন্য একাধিক পয়েন্টে অবস্থান নেন। পুলিশের লাঠিচার্জে ‘জুলাই যোদ্ধাদের’ কয়েকজন আহত হলে তাদেরকে আশপাশের হাসপাতালে নেওয়া হয়।

এর আগে সকালে ‘জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা’ ব্যানারে বেশকিছু লোকজন জাতীয় সংসদ ভবন এলাকার ১২ নম্বর গেটের সামনে অবস্থান নেন। এ সময় তারা স্লোগান দিয়ে ১২ নম্বর গেট টপকে সংসদ ভবন এলাকার ভেতরে প্রবেশ করেন।

শুক্রবার বিকেলের জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান মঞ্চের সামনে অতিথিদের আসনে বসে স্লোগান দিতে থাকেন। জুলাই আন্দোলনে তাদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি, আইনি সুরক্ষা, পুনর্বাসন বাস্তবায়ন করার দাবি জানান বিক্ষোভকারীরা।

Advertisement

শুক্রবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করেছে সরকার। যদিও এই সনদে স্বাক্ষর করা না করা নিয়ে এরই মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রকাশ্য মতবিরোধ দেখা দিয়েছে।