মেঘনায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত জিসান, আইসিইউতে লড়ছেন মৃত্যুর সঙ্গে

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (ভিডিও),সাংবাদিক ইব্রাহীম মেঘনা থেকে,শুক্রবার   ১৭ অক্টোবর ২০২৫ ||  কার্তিক ১ ১৪৩২ :

কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দক্ষিণ কান্দি গ্রামের আমির হোসেনের ছোট ছেলে জিসান (১৮) ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে এখন রাজধানীর পদ্মা হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন।

Advertisement

গত মঙ্গলবার (১৪ অক্টোবর) মোটরসাইকেল দুর্ঘটনায় তার মাথার খুলি ফেটে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত লাগে। তাৎক্ষণিকভাবে তাকে ঢাকায় নেওয়া হলে বর্তমানে তিনি আইসিইউতে মুমূর্ষু অবস্থায় চিকিৎসাধীন আছেন।
জিসানের পরিবার জানায়, চিকিৎসার জন্য ইতিমধ্যে কয়েক লাখ টাকা ব্যয় হয়েছে। কিন্তু পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় প্রতিদিনের ব্যয় বহন করা কঠিন হয়ে পড়ছে। এখন তাদের একমাত্র ভরসা সমাজের সহৃদয় মানুষের সহযোগিতা।

 

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

এদিকে স্থানীয় তরুণরা জিসানের চিকিৎসা সহায়তায় ইতোমধ্যে তহবিল সংগ্রহ শুরু করেছেন। তারা জানান, জিসানের জীবন বাঁচাতে এখনই দরকার সবার সহায়তা। কেউ একা বড় কিছু না পারলেও, অনেকজন মিলে ছোট ছোট সহায়তাই হতে পারে তার জীবনের বড় আশীর্বাদ।
জিসানের বড় ভাই পাবেল বলেন, ভাইটা খুব পরিশ্রমী ও স্বপ্নবাজ ছিল। জীবনে কিছু করবে এই আশা নিয়ে এগোচ্ছিল সে। এখন মৃত্যুর সঙ্গে লড়ছে। আমাদের পক্ষে চিকিৎসার খরচ বহন করা আর সম্ভব হচ্ছে না। সবাই যদি একটু করে পাশে দাঁড়ান, হয়তো আমার ভাইটা আবার ফিরে আসবে, আমাদের পরিবারের মুখে আবার হাসি ফোটবে।

 

Advertisement

সহযোগিতা পাঠানোর জন্য যোগাযোগ ও বিকাশ করুনঃ
বড় ভাই পাবেল – ০১৩৪৩-৩১৪৫০৩
চাচাতো ভাই
মো. মিরাজ – ০১৭৫৬-১৪৭৩১৩
মো. শুভ — ০১৯২৩-৪১১৬৭১
আপনি টাকা দিয়ে সহযোগিতা করতে না পারলে, দয়া করে অন্তত একটি শেয়ার দিয়ে সহযোগিতা করুণ। মনে রাখবেন, এটাও কিন্তু আপনার সহযোগিতা।