(ভিডিও) স্ত্রীকে হত্যার পর লাশ ডিপ ফ্রিজে লুকালেন স্বামী

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (ভিডিও),রাজধানীর কলাবাগান প্রতিনিধি, বৃহস্পতিবার   ১৬ অক্টোবর ২০২৫ ||  আশ্বিন ৩১ ১৪৩২:

রাজধানীর কলাবাগান এলাকায় এক রোমহর্ষক পারিবারিক হত্যাকাণ্ড ঘটেছে। নজরুল ইসলাম নামে এক ব্যক্তি তার স্ত্রী তাসলিমা আক্তারকে (৪০) হত্যা করে লাশ ডিপ ফ্রিজে লুকিয়ে রাখেন।

Advertisement

দম্পতির সন্তান ও আত্মীয়-স্বজনদের সংবাদে পুলিশ বাসার ডিপ ফ্রিজ থেকে ওই নারীর লাশ উদ্ধার করে।

 

সোমবার (১৩ অক্টোবর) রাতে কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক ঘটনা সত্যতার নিশ্চিত করে জানান, কলাবাগান প্রথম লেন লন্ডন কলেজের পাশে একটি বাসার ডিপ ফ্রিজ থেকে ওই নারী লাশ উদ্ধার করা হয়েছে। তার শরীরে আঘাতের চিহ্ন আছে। প্রাথমিকভাবে যতটুক জানা গেছে গতকাল রাতে যেকোনো কারণে হত্যার পর স্বামী নজরুল ইসলাম তার স্ত্রীর লাশ ডিপ ফ্রিজের ভেতরে রেখে দেয়।

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

তিনি আরও জানান, দম্পতির সন্তানরা ও আত্মীয়-স্বজনরা নারীর নিখোঁজের বিষয়টি পুলিশকে জানালে পুলিশ সে বাসায় গিয়ে আত্মীয়-স্বজনদের সঙ্গে নিয়ে পুরো বাসা তল্লাশি করে, একপর্যায়ে ডিপ ফ্রিজের ভেতর থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। নিহত নারীর স্বামী নজরুল ইসলামকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে। আইন অনুযায়ী লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হবে এবং বিষয়গুলো তদন্ত করে দেখা হচ্ছে।

নিহত তাসলিমা আক্তারের গ্রামের বাড়ি গাজীপুর জেলার পূর্বছেল থানাধীন বিন্দান গ্রামে। তার বাবার নাম মো. সিরাজ মিয়া।

Advertisement

এদিকে গোয়েন্দা তথ্য থেকে জানা যায়, সোমবার সন্ধ্যায় নিহতের দুই কন্যা তাদের মায়ের হঠাৎ নিখোঁজ হওয়া এবং বাবার অস্বাভাবিক আচরণে সন্দেহ প্রকাশ করে কলাবাগান থানায় অভিযোগ করে। এরপর রাত ৮টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফ্ল্যাটের একটি ডিপ ফ্রিজ থেকে তাসলিমা আক্তারের লাশ উদ্ধার করে। এর আগে নিহত নারীর স্বামী নজরুল ইসলাম পালিয়ে যায়।

স্বামী নজরুল ইসলাম গ্রেফতার

স্বামী নজরুল ইসলাম গ্রেফতার