(ভিডিও) রাতের ঢাকায় আতঙ্ক: চালকের বেশে ছিনতাইকারীরা লুটে নিচ্ছে সর্বস্ব

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (ভিডিও),বিশেষ প্রতিনিধি, শুক্রবার ২৬ সেপ্টেম্বর ২০২৫ ||  আশ্বিন ১১ ১৪৩২:

পেশা ছিনতাই কিন্তু রাতের ঢাকায় ধারণ করেন সিএনজি অটোরিকশার চালকের বেশ। যাত্রীকে সিএনজিতে উঠিয়ে গন্তব্যে পৌঁছার আগেই নির্জন স্থানে লুটে নেন সর্বস্ব।

Advertisement

গত ২১ সেপ্টেম্বর ভোরে রাজধানীর কাওলায় ১৭ বছরের এক কিশোরীর সঙ্গে ঘটে এমন ঘটনা। সিএনজিতে তুলে এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে লুটে করা হয়। এ ঘটনায় জড়িত এনায়েত হোসেন রবিন নামের এক ছিনতাইকারীকে গ্রেফতারের পর জানা যায় চাঞ্চল্যকর সব তথ্য। র‌্যাব বলছে, রবিন এর আগেও এ ধরনের ঘটনা ঘটিয়েছে।

 

জানা গেছে, ঘটনার দিন ভোর ৪টা ১০ মিনিটে রাজধানীর উত্তরার জসিমউদ্দিন রোডের বান্ধবীর বাসা থেকে জন্মদিনের পার্টি শেষে গোড়ানের বাসায় ফিরতে বের হয় আনিকা। তার সঙ্গে ছিলেন আরেক বান্ধবীও। ভাড়া করা সিএনজিতে করে যাত্রা শুরু হয় গোড়ানের উদ্দেশ্যে। পথে প্রথমে বান্ধবীকে তার বাসার কাছে নামিয়ে দেয় আনিকা। এবার আনিকাকে নিয়ে একলা ছুটতে শুরু করে সিএনজি। এয়ারপোর্ট ও খিলক্ষেত পেরিয়ে কাওলার কাছাকাছি আসতেই ঘটে বিপত্তি।

 
চালক রবিন জানায় সিএনজি নষ্ট হয়ে গেছে। এক পর্যায়ে গাড়িতে লুকিয়ে রাখা ধারালো অস্ত্র বের করে সর্বস্ব ছিনিয়ে নেয় রবিন। ভুক্তভোগী আনিকার মা সময় সংবাদকে বলেন, ‘ধারালো অস্ত্র গলায় ধরলে মেয়েটি তো আর কিছু করতে পারে না। বাধ্য হয়েই সে সঙ্গে থাকা জিনিসপত্র দিয়ে দিয়েছে।’
 

Advertisement

প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫

 
তবে মোবাইল মানিব্যাগ ছিনিয়ে নেবার পর আনিকাকে অস্ত্রের মুখে নেশাজাতীয় কিছু খাওয়ানোর চেষ্টা করে রবিন। এতে বাধা দিলে অস্ত্র দিয়ে আঘাত করা হয়। গুরুতর জখম হয় হাতে। এ সময় রবিনকে ধাক্কা দিয়ে ফেলে চিৎকার করে আনিকা। লোকজন ছুটে এলে সিএনজি নিয়ে পালিয়ে যায় চালক রবিন।
 
পথচারীরা আহত আনিকাকে উদ্ধার করে নিয়ে যায় ঢাকা মেডিকেলে। হাতে সেলাই পড়ে ২৬টি। ২ দিন আইসিইউতে লড়াইয়ের পর কিছুটা সুস্থ হয়েছে ভুক্তভোগী। আনিকার মা বলেন, এখন কিছুটা সুস্থ হলেও পুরোপুরি সুস্থ হতে সময় লাগবে।
 
সেই ঘটনায় থানায় মামলা দায়েরের পর সাহায্য চাওয়া হয় র‌্যাবেরও। সিএনজিতে ওঠার ও ছিনতাইয়ের ঘটনাস্থলের কোনো সিসিটিভি ফুটেজ না থাকায় বেগ পেতে হয় র‌্যাবকে। তবে ভুক্তভোগী কিশোরী সিএনজির একটি ছবি তুলে রেখেছিল। যদিও সেটিতেও গাড়ির নম্বর ছিল অস্পষ্ট। সেটি ধরেই কাজ শুরু করে র‌্যাব। কাছাকাছি নম্বরের চারটি সিএনজি খুঁজে উত্তরা থেকে সবুজবাগ রুটে শুরু হয় তল্লাশি।
 
র‌্যাব-২ এর অধিনায়ক মো. খালিদুল হক হাওলাদার বলেন, ভুক্তভোগী যে সিএনজির ছবি তুলেছিল সেটি খুবই অস্পষ্ট ছিল। নম্বরপ্লেটের মাঝের দুটি সংখ্যা স্পষ্টভাবে বোঝা যায়নি। তবুও হাল না ছেড়ে বিমানবন্দর থেকে গোড়ান রুটে চলাচলকারী সিএনজিগুলোর ওপর বিশেষ গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়।
 
এদিকে, দুইদিনের টানা তল্লাশির পর খোঁজ মেলে সেই সিএনজির। রাজধানীর মহাখালী এলাকা থেকে সিএনজিসহ আটক করা হয় চালক বেশী ছিনতাইকারী রবিনকে। জিজ্ঞাসাবাদে সম্পৃক্ততার কথা স্বীকার করে রবিন।
 

Advertisement

 
মো. খালিদুল হক হাওলাদার আরও বলেন, গ্রেফতারকৃত রবিনকে হেফাজতে নেয়া হয়। পরে বাদীকে আসামির ছবি দেখালে তিনি আসামিকে চিহ্নিত করেন। বিমানবন্দর থেকে মহাখালী পর্যন্ত ব্যস্ত সড়কে গভীর রাতে যেসব প্রবাসী বিদেশ থেকে বাংলাদেশে আসেন, তাদের টার্গেট করে চালক বেশী ছিনতাইকারীরা ওঁত পেতে থাকে। এই ধরনের চক্রগুলোকে ধরতে র‌্যাব কাজ করছে।
 
শুধু রাজধানীর উত্তরা-কাওলা বা এয়ারপোর্ট রোড নয় তিনশ ফিটসহ বেশি কিছু এলাকায় রাতের আঁধারে এসব সিএনজি চালক হয়ে ওঠে দুর্ধর্ষ। যে কারণে বাড়তি সতর্কতার পাশাপাশি রাতের ঢাকায় চলাচলের ক্ষেত্রে ব্যবহৃত পাবলিক ট্রান্সপোর্টের ছবি তুলে স্বজনদের কাছে পাঠানোর পরামর্শ র‌্যাবের।