ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ফরিদপুরের ভাঙ্গা প্রতিনিধি,রোববার ১৪ সেপ্টেম্বর ২০২৫ || ভাদ্র ৩০ ১৪৩২ :
ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসনের সীমানা পুননির্ধারনের প্রতিবাদে ডাকা আন্দোলনের ঘোষণা দেয়া প্রধান সমন্বয়ক আলগী ইউপি চেয়ারম্যান ম ম সিদ্দিক মিয়াকে গভীররাতে আটক করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন বিষষটি নিশ্চিত করেছেন। তিনি জানান, আলগী ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিক মিয়াকে ডিবি পুলিশ আটক করেছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
এদিকে, চেয়ারম্যানের আটকের খবর জানতে পেরে সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে আলগী ও হামেরদী ইউনিয়নের হাজার হাজার মানুষ সড়কে অবস্থান নিয়ে টায়ার জ্বালিয়ে, গাছের গুঁড়ি ফেলে অবরোধ কর্মসূচি পালন করছে। অবরোধ থেকে তারা চেয়ারম্যানের আটকের প্রতিবাদ জানিয়ে তার মুক্তির জন্য স্লোগান দিচ্ছে।
অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল (ভাঙ্গা সার্কেল) জানান, সাধরণ জনগণের ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ থেকে সব রকমের প্রস্তুতি নেয়া হয়েছে। চারজন ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভোর থেকে আইনশৃঙ্খলা বাহিনী মহাসড়কে টহল দিচ্ছে। এক হাজারের বেশি র্যাব, পুলিশ ও সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য টহল দিচ্ছে। কোন রকম প্রতিবন্ধকতা সৃষ্টি করলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের নগরকান্দা উপজেলার সঙ্গে অর্ন্তভুক্ত করার প্রতিবাদে গত ৫ সেপ্টেম্বর প্রথম ফরিদপুর-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোলচত্ত্বর অবরোধ করে এলাকাবাসী।
Advertisement
আবশ্যক
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫
এরপর প্রশাসনের আশ্বাসের তিন দিনের আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেয়া হয়। আল্টিমেটামে কোন প্রতিকার না পেয়ে গত ৯ সেপ্টম্বর থেকে ফের আন্দোলনে নামে ভাঙ্গাবাসী। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) পর্যন্ত আন্দোলন চলে। পরে দুদিন বন্ধ রেখে গতকাল শনিবার (১৩ সেপ্টেম্বর) সর্বদলীয় ঐক্যজোটের ব্যানারে সংবাদ সম্মেলন করে (১৪ সেপ্টেম্বর) থেকে টানা তিনদিন সকাল-সন্ধ্যা অবরোধের নতুন কর্মসূচি ঘোষণা করা হয়।
