ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি, সোমবার ০৮ সেপ্টেম্বর ২০২৫ || ভাদ্র ২৪ ১৪৩২ :
বলিউডের আলোচিত তারকা জুটি রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। তাদের পর্দার রসায়ন ব্যক্তিগত জীবনেও গড়িয়েছিল। সময়ের সঙ্গে এতটাই ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন যে, সম্পর্ক নিয়ে ষোলআনাই ‘ডোন্ট কেয়ার’ ছিলেন।
Advertisement
২০১৩ সালে এ জুটির কিছু ছবি ফাঁস হওয়ার পর কেঁপে উঠেছিল বলিউড ইন্ডাস্ট্রি। স্প্যানিশ দ্বীপ ইবিজায় একান্তে ছুটি কাটানোর সময় ফ্রেমবন্দি হয়েছিলেন ক্যাটরিনা-রণবীর। এসব ছবিতে দেখা যায়, ক্যাটরিনার পরনে বিকিনি, রণবীর পরেছেন সুইম শর্টস। সৈকতে নানা মুহূর্ত উপভোগ করতে দেখা যায় তাদের। এসব ছবি ফাঁস হওয়ার পর তুমুল আলোচনা হওয়ার কারণ, তখনো তারা সম্পর্কের কথা স্বীকার করেননি।
এক যুগ আগের ঘটনা পুনরায় আলোচনায় উঠে এসেছে। পুরোনো কাসুন্দি ঘেঁটেছেন ভারতের জনপ্রিয় পাপারাজ্জি মানব মঙ্গলানি। তার দাবি—এসব ছবি ক্যাটরিনা-রণবীরের ঘনিষ্ঠজন অন্তর্জালে ফাঁস করেছিলেন।
কয়েক দিন আগে মানব মঙ্গলানি একটি পডকাস্টে অতিথি হিসেবে উপস্থিত হন। আলাপচারিতায় জানান, তিনি কখনো কোনো ছবি বা ভিডিও ডিলিট করেন না। কারণ এগুলো একদিন না একদিন প্রকাশ পাবেই। মানব মঙ্গলানি বলেন, “আজ না হোক, কাল তো বের হবেই। ঘরে তো আর প্রেম করবে না, তাই না? এটা তো এক রাতের সম্পর্ক নয়। এই ধরনের ছবিই সবচেয়ে বেশি ভাইরাল হয়। শেষবার ফাঁস হয়েছিল রণবীর-ক্যাটরিনার সেই সৈকতের ছবি। অনেক পুরোনো ঘটনা।”
সঞ্চালক জানতে চান এই ছবি কীভাবে ফাঁস হয়েছিল? জবাবে মানব বলেন, “ওটা ওদের খুব কাছের কেউ ফাঁস করেছিল। তবে ঠিক কে ফাঁস করেছিল, তা আমি জানি না।”
রণবীর-ক্যাটরিনার আবেদনময়ী এসব ছবি ফাঁস হওয়ার কয়েক বছর পর ভেঙে যায় তাদের সম্পর্ক। ক্যাটরিনা জড়িয়ে পড়েন বলিউড অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে। ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফকে একসঙ্গে প্রথম ক্যামেরাবন্দি করেন এই মানব মাঙ্গলানি। তার ভাষায়, “তারা যখন দিওয়ালি পার্টি থেকে বের হচ্ছিলেন, তখন ছবিটি তুলেছিলাম। আদিত্য রায় কাপুর ও অনন্যা পান্ডের ডেটিংয়ের ছবিও তুলেছিলাম।”
মানবের এই সাক্ষাৎকার প্রচার হওয়ার পর পুনরায় অন্তর্জালে ভাইরাল হয়েছে রণবীর-ক্যাটরিনার পুরোনো সেই ছবি। তবে এ নিয়ে টুঁ-শব্দও করেননি এই যুগল।
ক্যাটরিনার সঙ্গে সম্পর্ক ভাঙনের পর রণবীর সম্পর্কে জড়ান আলিয়া ভাটের সঙ্গে। রণবীর-আলিয়ার প্রেমকাহিনি স্বপ্নের মতো। আলিয়ার দীর্ঘদিনের পছন্দের মানুষ ছিলেন এই অভিনেতা। ২০১৩ সালে ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে রণবীরকে পছন্দের বিষয়টি প্রকাশ্যে আনেন আলিয়া।
পরে অবশ্য স্বপ্ন সত্যি হয় নায়িকার। ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমার সেটেই নায়কের কাছাকাছি আসেন আলিয়া ভাট। তারপরের অধ্যায়টা সবারই জানা। ২০২২ সালের এপ্রিলে সাতপাকে বাঁধা পড়েন তারা। একই বছরের নভেম্বরে এই দম্পতির ঘর আলো করে আসে কন্যা সন্তান রাহা।
Advertisement
আবশ্যক
প্রতিটি উপজেলায় সংবাদদাতা আবশ্যক। যোগাযোগ ০১৭১৪৪৯৭৮৮৫
অন্যদিকে, ক্যাটরিনার জীবনে আসেন অভিনেতা ভিকি কৌশল। কয়েক বছর চুটিয়ে প্রেম করেন তারা। ২০২২ সালের ৯ ডিসেম্বর রাজকীয় আয়োজনে বিয়ে করেন এই দম্পতি। ব্যক্তিগত জীবনে দারুণ সময় পার করছেন তারা।