(ভিডিও)প্রাথমিকের শিক্ষার্থীদের কাছ থেকে ফি বাবদ টাকা আদায়

SHARE

https://www.facebook.com/share/v/19wR9Wgrbu/

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),মোঃ আলাউদ্দিন মেঘনা থেকে ,মঙ্গলবার  ০২ সেপ্টেম্বর ২০২৫ || ভাদ্র ১৮ ১৪৩২  :

কুমিল্লার মেঘনা উপজেলার ৪০ নম্বর শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার ফি-এর অজুহাতে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে।

Advertisement

অভিযোগ অনুযায়ী, দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে ৬০ টাকা, তৃতীয় শ্রেণির  ১০০ টাকা, চতুর্থ শ্রেণির ১১০ টাকা এবং পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে ১২০ টাকা করে আদায় করা হয়। অথচ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার ফি আদায়ের কোনো নিয়ম  নেই।

বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ইয়াসিন জানায়, পরীক্ষার ফি-এর কথা বলে আমার কাছ থেকে ১২০ টাকা নেওয়া হয়েছে। চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ফুয়াদ জানায়, তার কাছ থেকে ১১০ টাকা নেওয়া হয়েছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে প্রতিষ্ঠানে আটজন শিক্ষক কর্মরত থাকলেও একজন শিক্ষক চার মাস ধরে ছুটিতে থাকায় সাতজন শিক্ষক দায়িত্ব পালন করছেন। শিক্ষার্থী রয়েছে ২৫৪ জন।

এ বিষয়ে প্রধান শিক্ষক হারুন মিয়া বলেন, আগে বিভিন্ন ধরনের বরাদ্দ আসতো, এখন আর আসে না। আমি অতিরিক্ত একজন শিক্ষক রেখেছি, তার বেতন এখান থেকে দিতে হয়। স্কুলের একটি দরজা ভাঙা ছিল, সেটিও আমি মেরামত করেছি। তাই শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে। আমি প্রতিষ্ঠান প্রধান হিসেবে রেজুলেশনের মাধ্যমে যে কোনো সিদ্ধান্ত সমন্বয় করে নিতে পারি।

Advertisement

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী মো. আনোয়ার হোসেন কালের কণ্ঠকে বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পরীক্ষার ফি বাবদ টাকা নেওয়ার কোনো নিয়ম নেই। এ ঘটনায় স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে।

কুমিল্লার মেঘনা উপজেলার শিবনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়