ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),রাজনীতি প্রতিনিধি,শনিবার ৩০ আগস্ট ২০২৫ || ভাদ্র ১৫ ১৪৩২ :
রাজধানীর কাকরাইলে সংঘর্ষের ঘটনায় আহত গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) রাতে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে নেয়া হয়।
Advertisement
বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রাত ১১টার পর নুরুল হক নুরুকে ঢামেকে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন।
এর আগে শুক্রবার রাতে রাজধানীর কাকরাইলের বিজয়নগরে জাতীয় পার্টির নেতাকর্মীদের সঙ্গে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং দুই পক্ষকেই শান্ত থাকতে আহ্বান জানায়।
ওই সময় বারবার অনুরোধ সত্ত্বেও কিছু নেতাকর্মীরা তা উপেক্ষা করে মব ভায়োলেন্সের মাধ্যমে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করে। একপর্যায়ে দুই পক্ষকেই ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী তাদের ওপর বল প্রয়োগ করে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
ওই ঘটনায় গুরুতর আহত হলে প্রথমে নুরুল হক নুরকে রাজধানীর ইসলামিয়া হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত ১১টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। জানা গেছে, মস্তিষ্কে রক্তক্ষরণ নিয়ে বর্তমানে নুরুল হক নুর ঢামেকের আইসিইউতে চিকিৎসাধীন।
Advertisement
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান জানিয়েছেন, নুরের নাক ফেটে গেছে, চোখের অবস্থা খুবই খারাপ। হাত কেটে গেছে। সে এখন মুমূর্ষু অবস্থায় আছে।