ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিশেষ প্রতিনিধি,রোববার ২৪ আগস্ট ২০২৫ || ভাদ্র ৯ ১৪৩২:
আধুনিক জীবনে স্মার্টফোন ছাড়া একদিনও কল্পনা করা কঠিন। কিন্তু বর্ষার মৌসুমে একটি ছোট ভুল বড় বিপদের কারণ হতে পারে। অনেকেই ভিজে অবস্থায় বা ভেজা জায়গায় ফোন চার্জ দেন, যা অজান্তেই ফোনের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করে। বিশেষজ্ঞরা বলছেন, চার্জিং পোর্টে আর্দ্রতা থাকলে শর্ট সার্কিট হতে পারে, এতে শুধু ফোন নয়, চার্জার ও বৈদ্যুতিক সংযোগও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। তাই বর্ষাকালে ফোন চার্জ দেওয়ার ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করা জরুরি।
Advertisement
বর্ষায় ফোন চার্জের ঝুঁকি: বর্ষার সময় বাতাসে আর্দ্রতা বেশি থাকে। এ সময়ে ফোন ভিজে গেলে বা চার্জিং পোর্টে পানি ঢুকলে শর্ট সার্কিট হয়ে যেতে পারে। এতে ফোনের মাদারবোর্ড পুড়ে যেতে পারে এবং খরচসাপেক্ষ মেরামতের প্রয়োজন হতে পারে। বিশেষ করে মাঝারি দামের বা বাজেট ফোন যেগুলোর ওয়াটারপ্রুফ রেটিং কম, সেগুলোতে ঝুঁকি আরও বেশি।
Advertisement
যেসব বিষয় খেয়াল রাখতে হবে:
- চার্জ দেয়ার আগে নিশ্চিত করুন চার্জিং পোর্ট পুরোপুরি শুকনো।
- ভিজে গেলে বা বৃষ্টিতে ভিজে ফোন নিয়ে এলে ভালোভাবে শুকিয়ে নিন, তারপর চার্জ দিন।
- শুধু ফোন নয়, চার্জারের ইউএসবি পোর্টও শুকনো আছে কিনা দেখুন।
- বৈদ্যুতিক সকেট বা প্লাগপয়েন্টেও আর্দ্রতা জমতে পারে, সেটিও পরীক্ষা করা জরুরি।
অনেক প্রিমিয়াম ফোন যেমন আইফোন, স্যামসাং গ্যালাক্সি সিরিজ বা গুগল পিক্সেল ফোনে বিশেষ ফিচার থাকে, যা চার্জিং পোর্ট ভিজে গেলে ব্যবহারকারীকে সতর্ক করে। এমনকি নতুন অ্যান্ড্রয়েড ১৬ ভার্সন চালিত ফোনগুলোতে আর্দ্রতা শনাক্ত হলে ইউএসবি পোর্ট অটো-ডিসেবল হয়ে যায়। ফলে ফোন পুরোপুরি শুকানো না পর্যন্ত চার্জ দেয়া সম্ভব হয় না।
বর্ষার দিনে ফোন চার্জ করার সময় সামান্য অসাবধানতাই বড় ক্ষতির কারণ হতে পারে। তাই ফোন ও চার্জিং সরঞ্জাম শুকনো রাখা এবং সতর্কতার সঙ্গে চার্জ দেয়া এ দুটো নিয়ম মেনে চললেই এড়ানো যাবে বিপদ।
সূত্র: ইন্ডিয়া টিভি
