(ভিডিও)নারায়ণগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে টেঁটাবিদ্ধসহ আহত ১০

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),নারায়ণগঞ্জের আড়াইহাজার  প্রতিনিধিমঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২, ২৪ সফর ১৪৪৭:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় টেঁটাবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

Advertisement

মঙ্গলবার (১৯ আগস্ট) সকালে উপজেলার খাগকান্দা ইউনিয়নের বাহেরচর ও কাকরাইলমোড়া গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ও যৌথ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।


এ বিষয়ে জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম সময় সংবাদকে বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন বলে শুনেছি। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া কয়েকজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। তবে এ ঘটনায় নিহতের কোনো খবর আমরা এখনও পাইনি।’


Advertisement


তিনি আরও বলেন, ‘বর্তমানে সেখানকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ আমাদের কাছে লিখিতভাবে অভিযোগ করেনি। কেউ অভিযোগ দিলে তদন্ত করে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নেবো।’