ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),গাজীপুর প্রতিনিধি,শনিবার ০৯ আগস্ট ২০২৫ || শ্রাবণ ২৫ ১৪৩২ :
ভাদ্রের আভাস না আসা পর্যন্ত আকাশে জমে থাকা কালো মেঘ আর গুঁড়ি গুঁড়ি কিংবা মুষলধারে বৃষ্টি এসবই যেন শ্রাবণের চেনা চিত্র। আজও তার ব্যতিক্রম নয়। ভোর থেকেই ঢাকার আকাশ ঢেকে যায় ঘন মেঘে, কিছুক্ষণের মধ্যেই নামে ঝুম বৃষ্টি।
Advertisement
শনিবার (৯ আগস্ট) সকাল ৭টার দিকে প্রথমে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। এরপর শুরু হয় মুষলধারে। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও পথচারীরা।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে দিনভর হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে।
আগামী কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকবে, কোথাও কোথাও হবে মাঝারি থেকে ভারী বৃষ্টি।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে
মাঝারী ধরনের বৃষ্টি বা বজস্রহ বৃষ্টি হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারী ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তবে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
আগামীকাল ১০ আগস্ট রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেটের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিও হতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
১১ আগস্ট তারিখে রংপুর, ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গায়, রাজশাহী ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশালের দু’এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি অব্যাহত থাকবে। কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।
১২ আগস্ট তারিখে রংপুর, ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু কিছু জায়গায় বৃষ্টি অব্যাহত থাকবে। এ সময় তিন বিভাগে (রংপুর, ময়মনসিংহ ও সিলেট) ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সামান্য কমতে পারে।
বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা আরো বাড়বে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
Advertisement
দিনের তাপমাত্রা গতকালের তুলনায় ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.১ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ৯৭ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস, আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। একই সময়ে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে স্বন্দীপে ১৪৩ মিলিমিটার। সর্বোচ্চ তাপমাত্রা ছিল সৈয়দপুরে ৩৩ ডিগ্রি সেলসিয়াস।