ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),গাজীপুরের প্রতিনিধি,শুক্রবার ০৮ আগস্ট ২০২৫ || শ্রাবণ ২৪ ১৪৩২ :
গাজীপুর মহানগরের সদর থানার সামনে মব তৈরি করে আনোয়ার হোসেন সৌরভ (৩২) নামে এক সাংবাদিককে পিটিয়ে আহত করার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ আগস্ট) রাতে তাকে গ্রেফতার করা হয়।
Advertisement
হামলার শিকার আনোয়ার হোসেন সৌরভ উত্তর ছায়াবিথী এলাকায় বসবাস করে দৈনিক বাংলাদেশের আলো নামে একটি পত্রিকায় কাজ করেন।
ভিডিওতে দেখা যায়, সদর মেট্রোপলিটন থানা এলাকায় সৌরভকে টেনেহিঁচড়ে নিয়ে যায় একদল যুবক। এক পর্যায়ে তাকে কিলঘুসি ও পাথর দিয়ে এলোপাথাড়ি মারধর করা হয়। পরে তাকে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ।
ভুক্তভোগী ওই সাংবাদিকের সহকর্মী তমা বলেন, চাঁদাবাজি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেন সৌরভ। এতে ক্ষুব্ধ হয়ে বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় স্থানীয় চাঁদাবাজরা পুলিশের উপস্থিতিতে তাকে প্রথমে কিলঘুসি ও পরে পাথর দিয়ে আঘাত করে। তাকে পুলিশের সহায়তায় আমরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। সেখানে চিকিৎসা নিয়ে তার স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা গুরুতর।
Advertisement
এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, এ বিষয়ে তদন্ত চলছে। এরইমধ্যে জড়িত সন্দেহে একজনে গ্রেফতার করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পর জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।

সৌরভকে টেনেহিঁচড়ে নিয়ে যায় একদল যুবক। ছবি: ভিডিও থেকে নেয়া