মেঘনা নদীর বালুমহল দখলকে কেন্দ্র করে গজারিয়ার সংঘর্ষে নিহত ১, আহত একাধিক (ভিডিও)

SHARE

https://www.facebook.com/share/v/12MpMknyyLJ

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),গজারিয়া থেকে আনিস জাফরী প্রতিনিধি,সোমবার   ২৮ জুলাই ২০২৫ ||  শ্রাবণ ১৩ ১৪৩২ :

বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় দুটি সন্ত্রাসী গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষে শ্যুটার মান্নান (৩৫) নিহত হয়েছেন। এই সংঘর্ষে হৃদয় বাঘ (৩০) সহ আরও একাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাটি রোববার (২৭ জুলাই, ২০২৫) বিকেলে উপজেলার ইমামপুর ইউনিয়নের কাঠালিয়া এলাকায় ঘটেছে।

Advertisement

নৌ-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মেঘনা নদীর ওই অংশের বালুমহালের নিয়ন্ত্রণ নিয়ে স্থানীয় সন্ত্রাসী গ্রুপগুলোর মধ্যে উত্তেজনা চলছিল। রোববার বিকেলে শ্যুটার মান্নান ও তার সহযোগীরা বালুমহালের দখল নিতে গেলে প্রতিপক্ষ দলের সঙ্গে তাদের ব্যাপক সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হলে শ্যুটার মান্নান গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

Advertisement

https://www.youtube.com/live/E9fMBkbJ3-M?si=k2Ro-HFkcInWkNQ

সংঘর্ষে গুরুতর আহত হৃদয় বাঘকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন। এছাড়া, আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে, তবে তাদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) আব্দুল মান্নান জানান, খবর পেয়ে নৌ-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত শ্যুটার মান্নানের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িতদের ধরতে অভিযান শুরু হয়েছে বলেও তিনি জানান। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।