গোপালগঞ্জে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, নিহত বেড়ে ৫ (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),গোপালগঞ্জ প্রতিনিধি,শুক্রবার   ১৮ জুলাই ২০২৫ ||  শ্রাবণ ৩ ১৪৩২ :

গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সংঘর্ষ ও হামলার ঘটনায় গুলিবিদ্ধ রমজান মুন্সী (৩২) নামে এক অটো চালক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় পাঁচ জনের মৃত্যু হলো।

Advertisement

 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক ও মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শীতল চন্দ্র পাল বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রমজান মুন্সী পেশায় একজন অটো চালক। তিনি গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায় গুলিবিদ্ধ হয়েছিলেন। বৃহস্পতিবার (১৭ জুলাই) দিবাগত রাত পৌনে ২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত বুধবারের (১৬ জুলাই) ওই সংঘর্ষ ও হামলার ঘটনায় ওইদিনই চার জন নিহত হন। তারা হলেন- গোপালগঞ্জের কোটালীপাড়ার হরিণাহাটি গ্রামের কামরুল কাজীর ছেলে রমজান কাজী (১৯), থানাপাড়ার সোহেল রানা (৩৫), উদয়ন রোডের সন্তোষ সাহার ছেলে দীপ্ত সাহা (৩০) এবং সদর উপজেলার ভেড়ার বাজার এলাকার ইমন তালুকদার (২৪)। তারা আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহত হয়েছেন বলে পরিবার অভিযোগ করেছে।

Advertisement

 

এদিকে, এ ঘটনায় জেলায় অভিযান চালিয়ে নতুন করে আরো ২০ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী। এ নিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ৪৫ জনে।

 

সংঘর্ষের ঘটনায় উৎকণ্ঠা আর আতঙ্কের মধ্য দিয়ে গোপালগঞ্জে দ্বিতীয় দিনের মত চলছে কারফিউ। সকাল থেকেই চাপা আতঙ্ক নিয়ে বাইরে বেরোচ্ছেন সাধারণ মানুষ। বিশেষ করে দিনমজুরেরা তাদের জীবন জীবিকার তাগিদে কাদের সন্ধানে বাইরে বের হচ্ছেন। শহরের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

Advertisement

https://www.youtube.com/live/E9fMBkbJ3-M?si=k2Ro-HFkcInWkNQ2

জেলা শহরের বিভিন্ন পয়েন্টে চলছে পুলিশি টহল। রাতভর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে সংঘর্ষ আর নিযহতের ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।