ভোলা প্রেস ক্লাব চত্বরে মঙ্গলবার পথসভায় বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ভোলা প্রেস ক্লাব প্রতিনিধি,বুধবার ১৬ জুলাই ২০২৫ || শ্রাবণ ১ ১৪৩২ :
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “আমরা স্বৈরাচার হাসিনাকে হটিয়েছি, আর কোনো নব্য স্বৈরাচারের স্থান এ বাংলার মাটিতে হবে না।”
Advertisement
মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল ৪টায় ভোলা প্রেস ক্লাব চত্বরে আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’র পথসভায় তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “আগামীতে আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না। চাঁদাবাজ, ধর্ষক, লুটেরাদের স্থান থাকবে না। এমন বাংলাদেশ চাই, যেখানে মানুষের মাঝে কোনো ভেদাভেদ থাকবে না।”
তিনি বলেন, “ভোলায় চিকিৎসা সেবার অবস্থা খুবই খারাপ। যোগাযোগ ব্যবস্থাও অত্যান্ত নাজুক। গ্যাসের জেলা ভোলা। এ জেলার গ্যাস দেশের বিভিন্ন স্থানে যায়, কিন্তু ভোলার মানুষ গ্যাস থেকে বঞ্চিত। ভোলাবাসীর সঙ্গে বৈষম্য করা হচ্ছে। আগামীতে ভোলাবাসীর সঙ্গে আর কোনো বৈষম্য করা হবে না। আপনাদের জাতীয় নাগরিক পার্টি প্রতিশ্রুতি দিচ্ছে, ভোলা হবে একটি সুন্দর ও সমৃদ্ধশালী জেলা।”
Advertisement
জুলাই বিপ্লবে ভোলার ৫৭ জন শহীদকে স্মরণ করে এনসিপির আহ্বায়ক বলেন, “জুলাই আন্দোলনে একক জেলা হিসেবে ভোলাতে সবচেয়ে বেশি শহীদ হয়েছেন। তাই আমরা আপন করে নিতে এসেছি ভোলাবাসীকে।”
ভোলা জেলা এনসিপি আহ্বায়ক মেহেদী হাসান শরীফের সভাপতিত্বে ও যুগ্ম-আহ্বায়ক মাকসুদুর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন- দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব মশিউর রহমান, যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা আক্তার মিতু, যুগ্ম মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন।
Advertisement
https://www.facebook.com/share/p/1NT3RTcPAN
এনসিপির কেন্দ্রীয় ও জেলা নেতারা ভোলা শহরের কালীনাথ রায়ের বাজার থেকে পথসভা শুরু করেন। এটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ভোলা প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।