ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বগুড়া প্রতিনিধি, শুক্রবার ০৪ জুলাই ২০২৫ || আষাঢ় ২০ ১৪৩২ :
বগুড়ায় ভুয়া ডাক্তার বিভিন্ন ডিগ্রি ব্যবহার ও প্রতারণার অভিযোগে নিউ এশিয়া ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
Advertisement
বুধবার (২ জুলাই) দুপুরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এই ডায়াগনস্টিক সেন্টারে সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রশিদুল ইসলাম এবং সদর সেনানিবাসের ক্যাপ্টেন সাজ্জাদ হায়দার।
Advertisement
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নিউ এশিয়া ডায়াগনস্টিক সেন্টারে দীর্ঘদিন ধরে ভুয়া প্রেসক্রিপশন ও রিপোর্ট প্রদান করা হচ্ছিল। প্রতিষ্ঠানটির মালিক এমবিবিএস ডিগ্রিধারী হলেও নিজের নামের সঙ্গে বিভিন্ন ভুয়া ডিগ্রি ব্যবহার করে প্রতারণা করে আসছিলেন। এছাড়াও সেখানে ডিগ্রিবিহীন ব্যক্তিদের দিয়ে চিকিৎসা সেবা প্রদান এবং রোগীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও প্রমাণিত হয়েছে।
Advertisement
https://www.facebook.com/share/p/1NT3RTcPAN
এসব অনিয়মের দায়ে নিউ এশিয়া ডায়াগনস্টিক সেন্টারকে ৩ লাখ ৬৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। একই অভিযানে ভুয়া ডিগ্রি ব্যবহার করায় ডা. এস কে সাজেদুল আলমকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রশিদুল ইসলাম বলেন, “জনস্বাস্থ্য নিয়ে এমন প্রতারণা কোনোভাবেই সহ্য করা হবে না। অনিয়মের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”
বগুড়া নিউ এশিয়া ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা