ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর প্রতিনিধি,শুক্রবার ০৪ জুলাই ২০২৫ || আষাঢ় ২০ ১৪৩২ :
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা ইউনিয়নের রামপুর নামকস্থানে ব্রীজের উপর ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলামের দিকনির্দেশনা ও নেতৃত্বে একটি পুলিশি টিম অভিযান চালিয়ে ডাকাত সদস্যদেরকে গ্রেপ্তার করে।
ডাকাত সদস্যরা হলেন- জলিল মিয়া (৩৪), শাহ আলম (২৬), মনির মিয়া (২১), বিধান সরকার (২১), লাল বাদশা প্রকাশ জামাল (৩২), মো. গাজীউর রহমান (৩৫), আবুল কাশেম (২৬), ফয়েজ মিয়া (২২)। এসময় ডাকাত দলের হেফাজতে থাকা দেশীয় অস্ত্র ও তাদের ব্যবহৃত একটি গাড়ি উদ্ধার করা হয়েছে।
Advertisement
বিজয়নগর থানার ওসি শহীদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোর্পদ করা হয়েছে। পলাতক আসামিদেরকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৮ ডাকাত সদস্য গ্রেপ্তার। ছবি: সংগৃহীত