তারেক রহমানের চাচাতো ভাই পরিচয়ে প্রতারণা, যুবক আটক (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বগুড়া  প্রতিনিধি,বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫ ||  আষাঢ় ১৯ ১৪৩২ :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয়ে প্রতারণার অভিযোগে শামীম রহমান নামে এক যুবককে ঢাকা থেকে গ্রেফতার করেছে বগুড়া গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল।

Advertisement

বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল ৭টার দিকে ঢাকার উত্তরা ৪নং সেক্টরের মাটির মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

শামীম রহমান বগুড়া সদরের নিশিন্দারা কারবালা এলাকার মৃত লাল মিয়ার ছেলে।
 
গ্রেফতারকালে তার কাছ থেকে বিভিন্ন ব্যাংকের ৪টি এটিএম কার্ড, তার স্বাক্ষর করা ১০টি ব্যাংকের ফাঁকা চেক, দুটি মোবাইল ফোন এবং ডজন খানেক সিম কার্ড জব্দ করা হয়।
 

Advertisement

 
পুলিশ জানায়, শামীম রহমান মূলত ঢাকায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রায়ই ঘোরাফেরা করতেন। তিনি দলীয় নেতাকর্মীদের কাছে কখনও কখনও ব্যারিস্টারও দাবি করতো। সম্প্রতি যুবদলের স্থানীয় দুই কর্মীকে গত ২২ জুন ফোন দিয়ে বগুড়ার একটি পাঁচ তারকা হোটেলের কফিশপে ডেকে নেয় এবং কেন্দ্রীয় এবং জেলা কমিটিতে পদবী পাইয়ে দেয়ার কথা বলে ৩ লাখ টাকা দাবি করে। এর মধ্যে কৌশলে ৩০ হাজার টাকা হাতিয়েও নেয়। পরে ওই দু’জন খোঁজ নিয়ে জানতে পারে শামীম রহমান একজন প্রতারক।
 
এর পরপরই হারুণ-উর-রশিদ নামে একজন গত ২ জুলাই রাতে শামীম রহমানের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা করেন। ওই মামলার পরিপ্রেক্ষিতে ৩ জুলাই বৃহস্পতিবার তাকে ঢাকার উত্তরা থেকে গ্রেফতার করা হয়।
 

Advertisement

https://www.facebook.com/share/p/1NT3RTcPAN

 
ডিবি পুলিশের ওসি ইকবাল বাহার বলেন, শুধু দলীয় নেতাকর্মীই নয় তারেক রহমানের চাচাতো ভাই পরিচয় দিয়ে শামীম পুলিশ কর্মকর্তাদের কাছ থেকেও পদ এবং পোস্টিং-এর কথা বলে টাকা দাবি করে আসছিল।

সম্প্রতি যুবদলের কর্মীদের কাছ থেকে পদ পাইয়ে দেবার কথা বলে টাকা হাতিয়ে নেয় শামীম রহমান। ছবি: ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি)