ঘুষ লেনদেনের ভিডিও ভাইরাল, এসআই ক্লোজড (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ফেনীর পরশুরাম প্রতিনিধি,বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫ ||  আষাঢ় ১৯ ১৪৩২ :

ফেনীর পরশুরামে ঘুষ লেনদেনের একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর উপ-পরিদর্শক (এসআই) আবু ছৈয়দকে ক্লোজড করা হয়েছে।

Advertisement

 

বুধবার (২ জুলাই) রাতে তাকে পুলিশ লাইনে সংযুক্ত (ক্লোজড) করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম। তিনি বলেন, “ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশ প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। প্রাথমিকভাবে তাকে ক্লোজড করে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”

Advertisement

জানা গেছে, উপজেলার দক্ষিণ কোলাপাড়া এলাকার প্রাণিসম্পদ হাসপাতালের পাশে আবদুস সাত্তার নামে এক ব্যক্তির বাড়িতে গিয়ে ঘুষ নেওয়ার এ ঘটনা ঘটে। জমি সংক্রান্ত বিরোধে থানায় অভিযোগ করার পর এসআই ছৈয়দ সেখানে তদন্তে যান। সেখানে গিয়ে অভিযোগকারীর কাছ থেকে অর্থ গ্রহণ করেন। সেই দৃশ্য ধরা পড়ে বাড়ির সিসিটিভি ক্যামেরায়।

 

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অভিযোগকারী আবদুস সাত্তার পুলিশ কর্মকর্তার হাতে টাকা তুলে দিচ্ছেন। এসআই তা নিয়ে হাতে গুনে দেখছেন।

Advertisement

https://www.facebook.com/share/p/1NT3RTcPAN

 

তবে অভিযোগ অস্বীকার করেছেন এসআই আবু ছৈয়দ। তার দাবি, তিনি কোনো অর্থ গ্রহণ করেননি। তিনি বলেন, “আমি তার বাড়িতে আগে গিয়েছি, জানি সেখানে সিসিক্যামেরা রয়েছে। অভিযোগকারী চা-নাস্তার জন্য টাকা দিতে চাইলে আমি পকেট থেকে নিজের টাকা বের করে বলেছি- আমার কাছে আছে, তোমারটা লাগবে না। ভিডিওটি খতিয়ে দেখলে বিষয়টি পরিষ্কার হবে।”

তবে, ঘটনার বিষয়ে জানতে একাধিকবার কল করা হলেও অভিযোগকারী আবদুস সাত্তারের সঙ্গে যোগাযোগ সম্ভব হয়নি।