নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা নিয়ে প্রশ্ন তুললেন এনসিপি নেতা (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম(টিভি),বিনোদন প্রতিনিধি,সোমবার   ১৯ মে ২০২৫ ||  জ্যৈষ্ঠ ৫ ১৪৩২ :

অভিনেত্রী নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার এবং তার মামলার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সংগঠক আরমান হোসাইন। এভাবে নুসরাতকে গ্রেপ্তার পুরো বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবে বলেও মন্তব্য করেছেন তিনি।

Advertisement

রোববার (১৮ মে)  নুসরাত ফারিয়া গ্রেপ্তারের পর নিজের ফেসবুকে এক পোস্টে এমন প্রতিক্রিয়া জানান আরমান।

ফেসবুক পোস্টে আরমান হোসাইন বলেন, নায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করার আদৌ কোনো যৌক্তিকতা আছে? তিনি কিভাবে হত্যাচেষ্টার সঙ্গে সংশ্লিষ্ট থাকেন! বিটিভির জন্য তারকাদের মায়াকান্নার সমাবেশেও নুসরাত ফারিয়া ছিলেন না। এ রকম অযৌক্তিক মামলার ভিত্তিতে নুসরাতকে গ্রেপ্তার করা পুরো বিচারপ্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করবে।

Advertisement

রোববার সকালে অভিনেত্রী নুসরাত ফারিয়াকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নুসরাত ফারিয়ার বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় করা একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ছিল। জুলাই গণ-অভ্যুত্থানের সময় ওই মামলায় তাকে হত্যাচেষ্টার অভিযোগে আসামি করা হয়।

পুলিশের বাড্ডা অঞ্চলের সহকারী কমিশনার শফিকুল ইসলাম বলেন, নায়িকা নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

Advertisement

নুসরাত ফারিয়া ২০১৫ সালে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। এর পর থেকে তিনি বাংলাদেশ ও ভারতের কয়েকটি সিনেমায় কাজ করেছেন। এ ছাড়া মডেলিং ও সঞ্চালনায়ও সক্রিয় তিনি।

ফাইল ছবি