টাঙ্গাইলে ডাকাতির মামলায় গ্রেফতার ৯ (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম(টিভি),টাঙ্গাইলের মধুপুর প্রতিনিধি,রোববার   ১৮ মে ২০২৫ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩২ :

টাঙ্গাইলের মধুপুরে আনাম গ্রিন ফুয়েল এনার্জি রিসোর্সে ফ্যাক্টরিতে সংঘটিত দুর্ধর্ষ ডাকাতির মামলায় ৯ জনকে গ্রেফতার করেছে টাঙ্গাইল জেলা পুলিশ।

Advertisement

বুধবার (১৪ মে) দুপুরে পুলিশ সুপার মিজানুর রহমান নিজ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলেন, মামুন মেকার, মাসুদ, সুরুজ আলী, নাঈম, রাসেল, কাজল ড্রাইভার, রাশেদুল, নান্নু ও বেল্লাল হোসেন।

Advertisement

পুলিশ সুপার জানান, গত ৩ মে মধুপুরের মহিষমারা এলাকায় অবস্থিত আনাম গ্রিন ফুয়েল এনার্জি রিসোর্সে ফ্যাক্টরিতে ডাকাতির ঘটনা ঘটে। পরে কর্তৃপক্ষ মামলা দায়ের করলে মধুপুর থানা পুলিশ আসামিদের গ্রেফতারে অভিযান শুরু করে। গতকাল আশুলিয়ার বলিভদ্র এলাকা থেকে ডাকাতির সাথে সংশ্লিষ্ট ৯ জনকে গ্রেফতার করা হয়।

Advertisement

এ সময় তাদের কাছ থেকে একটি পিকআপ গাড়ি, ট্রান্সমিটার, তামার তার, জেনারেটর তামার তার, ১২ ভোল্টের ব্যাটারি ও ১৪৮ কেজি সিসা উদ্ধার করা হয়। সেইসাথে বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলমান আছে বলেও জানান তিনি।

বাকী আসামীদেরকে গ্রেফতারের জন্য অভিঢ়ান চলমান রয়েছে।