সরকারের ভেতরে-বাইরে অস্থিরতা সৃষ্টি হয়েছে: তারেক রহমান (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম(টিভি),রাজধানীর গুলশানের লেকশোর হোটেল প্রতিনিধি, রোববার   ১৮ মে ২০২৫ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩২ :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “সরকার গঠনের মাত্র ১০ মাসের মধ্যেই ভেতরে এবং বাইরে এক ধরনের অস্থিরতা সৃষ্টি হয়েছে।”

Advertisement

শনিবার (১৭ মে) রাতে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চ্যুয়ালি বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, “বিএনপিসহ বাংলাদেশের অন্যান্য গণতান্ত্রিক রাজনৈতিক দল শুরু থেকেই একটি অন্তর্বর্তী সরকারের কর্মপরিকল্পনা ও রোডম্যাপ ঘোষণার আহ্বান জানিয়ে আসছে। তবে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় দেখা যাচ্ছে, সরকার সেই আহ্বানে তেমন সাড়া দেয়নি। বরং সরকার জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণাকে কৌশলে ‘অল্প সংস্কার, বেশি সংস্কার’-এই ধরনের একটি অভিনব শর্তের জালে আটকে দিয়েছে। অন্তর্বর্তী সরকারের চিন্তা ও কর্মপরিকল্পনা সম্পর্কে জনগণ অন্ধকারে থাকায় দেশের রাজনৈতিক অঙ্গনে অস্থিরতা বাড়ছে। বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে প্রতিদিন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রাজপথে সমবেত হচ্ছেন।”

Advertisement

 

তারেক রহমান বলেন, “মাত্র ১০ মাসের মাথায় সরকারের ভেতরে ও বাইরে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। সরকার যদি জনগণের ভাষা ও আশা-আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ হয়, তাহলে দেশের রাজনৈতিক অস্থিরতা আরো বাড়বে। এভাবে অস্থিরতা বাড়তে থাকলে সরকারের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে।”

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান