
গ্রেফতার মো. নাঈমুল ইসলাম/ছবি: আইএসপিআর
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম(টিভি),আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বিজ্ঞপ্তি,শনিবার ১৭ মে ২০২৫ || জ্যৈষ্ঠ ৩ ১৪৩২ :
গত বছরের ৫ আগস্টের পর থেকে বিভিন্ন গণমাধ্যমে উসকানিমূলক বক্তব্য প্রদানসহ বিভিন্ন নাশকতামূলক কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনার অভিযোগে বরখাস্ত সৈনিক মো. নাঈমুল ইসলাম গ্রেফতার করা হয়েছে।
Advertisement

শনিবার (১৭ মে) বিকেলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এরই ধারাবাহিকতায়, বরখাস্ত সৈনিক নাঈমুল ইসলাম রোববার (১৮ মে) ঢাকা সেনানিবাসের প্রবেশপথে বিক্ষোভ সমাবেশের নামে বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এ সংক্রান্ত বিভিন্ন উসকানিমূলক প্রচারণা চালিয়ে আসছিলেন।
Advertisement

সৈনিক (বরখাস্ত) নাইমুলকে স্ত্রীর কাছে যৌতুকের দাবি, শারীরিক ও মানসিক নির্যাতন এবং বিভিন্ন সামরিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

গ্রেফতার মো. নাঈমুল ইসলাম/ছবি: আইএসপিআর



