আজ শনিবার ৩টায় আ.লীগ নিষিদ্ধের দাবি: শাহবাগে গণজমায়েত (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম(টিভি),ঢাকা প্রতিনিধি,শনিবার   ১০ মে ২০২৫ ||  বৈশাখ ২৭ ১৪৩২ :

শুক্রবার রাতে শাহবাগে আন্দোলনের মধ্যে শনিবার গণজমায়েত কর্মসূচি ঘোষণা করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ছবি: রাইজিংবিডি

আওয়ামী লীগ ও এর সহযোগী সব সংগঠনকে নিষিদ্ধ করা, আন্তর্জাতিক ট্রাইব্যুনালে দলগত বিচার এবং জুলাই ঘোষণাপত্র জারির তিন দফা দাবিতে শনিবার বেলা ৩টায় শাহবাগে গণজমায়েত কর্মসূচি দিয়েছে বিক্ষোভকারীরা।

Advertisement

 

শুক্রবার (৯ মে) রাতে শাহবাগে চলমান আন্দোলনের মধ্যে শনিবারের কর্মসূচি ঘোষণা করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। তবে তিনি বলেন, অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।

যারা আওয়ামী লীগের হাতে নিপীড়িত, খুন, গুমের শিকার, পিলখানা ও শাপলা হত্যাকাণ্ডের শিকার, লগিবৈঠকার হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের সবার সম্মিলিত অংশগ্রহণে এই শাহবাগে গণজমায়েত কর্মসূচি অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দেন হাসনাত আবদুল্লাহ।

Advertisement

 

শাহবাগের পাশাপাশি সারা দেশেও এই কর্মসূচি আয়োজনের ডাক দিয়ে হাসনাত বলেন, “সারা দেশে জুলাই আন্দোলনে যে যে পয়েন্টে গণজমায়েত হয়েছিল, সেই সেই পয়েন্ট আমরা গণজমায়েত ঘোষণা করছি।”

তিনি বলেন, “আমাদের এই লড়াই বাংলাদেশপন্থি ও ফ্যাসিবাদপন্থির মধ্যে লড়াই। যারা দীর্ঘ দেড় দশকের বেশি সময় বাংলাদেশকে বর্গা দিয়ে আমাদের শাসন করেছ, তাদের বিরুদ্ধে আমাদের এই লড়াই।”
“যে সিদ্ধান্ত জনগণ ৫ আগস্ট নিয়েছে, সেই সিদ্ধান্তের আইনগত ভিত্তি প্রতিষ্ঠা করার লড়াই এটি। ফলে যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা এই শাহবাগ ছাড়ব না,” বলেন তিনি।

Advertisement

শনিবারের কর্মসূচি জানিয়ে হাসনাতের বক্তব্য শেষ হওয়ার পর শাহবাগে বড় পর্দায় আওয়ামী লীগের আমলের নির্যাতন-নিপীড়নের ভিজ্যুয়াল দেখানো হয়। এ সময় শাহবাগে স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা।

আজ শনিবার ৩টায় আ.লীগ নিষিদ্ধের দাবি: শাহবাগে গণজমায়েত