খবরের কাগজে সংবাদ প্রকাশের পর ভুয়া দুদক ধরতে অভিযান (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম(টিভি),দুদক প্রতিনিধি, বৃহস্পতিবার   ০৮ মে ২০২৫ ||  বৈশাখ ২৫ ১৪৩২ :

রবিবার (৫ জানুয়ারি) খবরের কাগজের প্রধান খবর ‘ভুয়া দুদকের দৌরাত্ম্য’ প্রকাশের পর সকালেই ওই চক্রের সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের এবং গ্রেপ্তারের নির্দেশ দেন দুদকের চেয়ারম্যান ড. আব্দুল মোমেন।

Advertisement

দুদকের পরিচালক আবুল হাসনাতসহ পাঁচ সদস্যের বিশেষ টিমকে আদেশ বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়। দায়িত্ব পেয়েই দুদকের বিশেষ টিমের সদস্যরা ওই চক্রের সদস্যদের বিষয়ে খোঁজখবর নিতে মাঠে নামেন।

দুদক সূত্র জানিয়েছে, আশা করা যায় শিগগিরই চক্রটি ধরা পড়বে। প্রয়োজনে চক্রের হোতা সৈয়দ রায়হান ও তার সহযোগীদের বিদেশ যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হবে।

Advertisement

খবরের কাগজে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, কয়েকজন গাড়িচালক ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে জমিজমার বিরোধ, পারিবারিক দ্বন্দ্ব, দাম্পত্য কলহসহ বিভিন্ন সমস্যা সমাধান করে দেওয়ার নামে সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদাবাজি, প্রতারণা ও অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। শুধু তা-ই নয়, তারা দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট টিমের আদলে দুর্নীতিবিরোধী অভিযানের নামে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছেন। এসব অভিযানে সরকারি-বেসরকারি কর্মকর্তা ও সাধারণ মানুষকে নাজেহাল করেও কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। প্রতারক চক্রটি এসব কাজে কৌশলে পুলিশকেও ব্যবহার করেছে।

Advertisement

বিশেষজ্ঞরা মনে করেন, এই চক্রকে অবিলম্বে ধরতে না পারলে স্বাধীন-স্বশাসিত দুর্নীতি দমন কমিশনের সুনাম ক্ষুণ্ন হবে। তাই দুদকের উচিত এই চক্রকে দ্রুততম সময়ে আইনের আওতায় আনা।

ভুয়া দুদক সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের ও গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন দুদকের চেয়ারম্যান ড. আব্দুল মোমেন।