ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম,(টিভি),আইন আদালত প্রতিনিধি,বৃহস্পতিবার, ১৫ আগস্ট ২০২৪, ৩১ শ্রাবণ ১৪৩১ :
জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু ও সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ।
Advertisement

বুধবার (১৪ আগস্ট) রাজধানীর নিকুঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগ এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।
Advertisement

এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকা অবস্থায় ওই তিন জনকে গ্রেপ্তার করা হয়। পল্টন থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) তাদের আদালতে হাজির করে রিমান্ড চাওয়া হতে পারে বলে জানা গেছে।
Advertisement
এর আগে গত ১৩ আগস্ট সন্ধ্যার পর সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ।

শামসুল হক টুকু, পলক ও ছাত্রলীগ নেতা সৈকত


