ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিশেষ প্রতিনিধি,রোববার, ২১ জানুয়ারি ২০২৪ : বিমানের সৌদি আরবগামী একটি ফ্লাইটের ককপিটের উইন্ডশিল্ডে (সামনের অংশের কাচ) ফাটলের ঘটনায় সেটিকে ভারত থেকে ফেরানো হয়েছে।
Advertisement

শনিবার (২০ জানুয়ারি) বিকালে ওড়ার দুই ঘণ্টা পর বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজে এ ত্রুটি দেখা দেয়। ওই ফ্লাইটে ২৮৫ জন যাত্রী ও ১২ জন ক্রু ছিলেন, ক্যাপ্টেন ছিলেন তানিয়া রেজা।
বিমানের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম সময় সংবাদকে বলেন, দাম্মামগামী ফ্লাইটের উইন্ডশিল্ডে ফাটল দেখা দেয়।
Advertisement

পরে কলকাতার বিমানবন্দরে যাত্রীদের নামিয়ে ফ্লাইটটি ফেরত আসে। কলকাতার যাত্রীদের নিয়ে রোববার (২১ জানুয়ারি) একটি ফ্লাইটের গন্তব্যের উদ্দেশে উড়ে যায়।
তবে ত্রুটির কারণ বিষয়ে তিনি তেমন কিছু জানাতে পারেননি।
বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানিয়েছেন, এ বিষয়ে বোয়িংয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। উইন্ডশিল্ডে ফাটলের কারণ অনুসন্ধান চলছে বলেও জানান তিনি।
Advertisement

এরআগে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে বিমানের একটি বোয়িং ৭৩৭-এর ককপিটের কাচ ফেটে গেলে সেটি মালয়েশিয়ায় গ্রাউন্ডেড করা হয়। একই বছরের আগস্টে দোহার উদ্দেশে ছেড়ে যাওয়া আরেকটি বোয়িং ড্রিমলাইনার মাঝ আকাশে একই সমস্যার মুখোমুখি হয়।


