ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),আন্তর্জাতিক প্রতিনিধি,বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩ : মোহাম্মদ ইয়াসিন নামে এক ব্রিটিশ এমপিকে হেনস্তার অভিযোগ উঠেছে কানাডার রাষ্ট্রীয় বিমান সংস্থা এয়ার কানাডার বিরুদ্ধে। কানাডা সফরে যাওয়ার পথে এবং সেখান থেকে ফেরার সময়ও তাকে হেনস্তা করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় দুঃখ প্রকাশ করে মোহাম্মদ ইয়াসিনের কাছে ক্ষমা চেয়েছে এয়ার কানাডা কর্তৃপক্ষ।
সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, লেবার পার্টির সদস্য মোহাম্মদ ইয়াসিন বেডফোর্ডের নির্বাচিত এমপি। সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্ট হাউস অব কমন্সে শুনানির তাকে হেনস্তার বিষয়টি সামনে উঠে এসেছে।
Advertisement

ইয়াসিনের সফরসঙ্গীদের বরাত দিয়ে গার্ডিয়ান জানায়, গত সপ্তাহে ব্রিটিশ এমপিদের একটি দল কানাডার উদ্দেশে রওনা হন। বিমানবন্দরে অন্যদের ছেড়ে দেয়া হলেও, এয়ার কানাডার কর্মকর্তারা মোহাম্মদ ইয়াসিনকে জিজ্ঞাসাবাদের জন্য আলাদা করে ডেকে নেন। দীর্ঘসময় আটকে রাখার পর তাকে যাওয়ার অনুমতি দেয়া হয়।
ঘটনা সেখানেই হয়নি, কানাডা থেকে ফেরার পথেও প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে ব্রিটিশ এমপি ইয়াসিনকে।
Advertisement

Advertisement




