ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি ,শনিবার, ০৮ জুলাই ২০২৩ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন।

শুক্রবার তাকে নিউরোলজিস্ট প্রফেসর ডা. আব্দুল হাইয়ের অধীনে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার পিএস ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান আবির।
Advertisement

তিনি জানান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার অসুস্থতা বেড়ে গেলে আজকে তাকে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন তার সহধর্মিণী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রফেসর ড. শাহিদা রফিক।
Advertisement



