চনপাড়া বস্তিতে সংঘর্ষ ও গোলাগুলি, আহত ১৫ (ভিডিও)

SHARE

ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি,বুধবার, ১০ মে ২০২৩ : আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের রূপগঞ্জে চনপাড়া বস্তিতে দুই গ্রুপের সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে।

Advertisement

বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত এ সংঘর্ষ চলে। এতে একজন গুলিবিদ্ধসহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।

Advertisement

সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে পুরো চনপাড়া বস্তিতে চরম আতঙ্ক বিরাজ করছে। আবারো সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।

Advertisement

জানা গেছে, গুলিবিদ্ধ মো. সৈয়দ ২নং ওয়ার্ডের হাশেমের ছেলে। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, চনপাড়া বস্তির আধিপত্য নিয়ে দীর্ঘদিন যাবত সেখানে দফায় দফায় সংঘাত চলছিল।

Advertisement

এরই জেরে বুধবার সকাল ১১টার দিকে জয়নাল, রাব্বিসহ কয়েকজন বস্তির ২নং ওয়ার্ডের ফারহাদ নামে এক তরুণকে তুলে নিয়ে মারধর করে।

এ খবর ছড়িয়ে পড়লে দুপুর ২টার দিকে জয়নাল ও ইয়াছমিন গ্রুপের সাথে শমসের ও শাহাবুদ্দিন গ্রুপের সংঘর্ষ শুরু হয়। এসময় উভয়পক্ষের মধ্যে গোলাগুলি, হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।

এসময় দুই গ্রুপের বেশ কয়েকজন এলোপাতাড়ি গুলিবর্ষণ শুরু করলে শমসের গ্রুপের সমর্থক ২নং ওয়ার্ডের মো. সৈয়দ গুলিবিদ্ধসহ উভয়পক্ষের কমপক্ষে ১৫ জন আহত হন।

Advertisement

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আতাউর রহমান বলেন, খবর পেয়ে রূপগঞ্জ থানার ওসি এএফ এম সায়েদের নেতৃত্বে বিপুল পরিমাণ পুলিশ সদস্য ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। সেখানে এখন পুলিশের অভিযান চলছে।