ফরিদপুরের মধুখালীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশিকুর রহমান চৌধুরীর ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ডুমাইন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আসাদুজ্জামান তপনকে বরখাস্ত করা হয়েছে। এ ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Advertisement

মঙ্গলবার (৯ মে) দুপুরে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে চেয়ারম্যানের বরখাস্তের বিষয়টি জানা যায়।
Advertisement

Advertisement

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দুপুরে আশ্রায়ণ প্রকল্পের ঘরবাড়ি নির্মাণ ও জমির মালিকানা নিয়ে বিরোধকে কেন্দ্র করে বিক্ষুব্ধ এলাকাবাসি ইউএনওর উপর হামলায় চালায়, এ সময় আনসার, পুলিশ, চার নারী সহ ১৫ জন আহত হন। হামলার সময় ইউএনও এবং পুলিশের দুটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
এ ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। একটি মামলার বাদী ইউএনওর গাড়ি চালক সুমন শেখ এবং অপর মামলার বাদী মথুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) প্রবীর কুমার সরকার। সহকারী পুলিশ সুপার মধুখালী সার্কেল সুমন কর জানান, হামলার ঘটনায় আমরা আরও দুইজনকে গ্রেপ্তার করেছি। এ পর্যন্ত এ দুটি মামলায় ৬ জন গ্রেপ্তার করা হলো।
Advertisement

এদিকে ঘটনার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে এক সদস্যের তদন্ত টিম গঠন করা হয়, তাদেরকে তিন কার্য দিবসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল। তবে তদন্ত টিমে প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব লিটন আলী জানিয়েছেন, তদন্তের কাজে আমি আরও দুইদিন সময় নিয়েছি আগামী বৃহস্পতিবার রিপোট জমা দেয়া হবে।



