https://youtu.be/wJISB7zpOKM
ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),বিনোদন প্রতিনিধি,রোববার, ২৩ এপ্রিল ২০২৩ : দেহব্যবসার অভিযোগে মুম্বাইয়ের হোটেল থেকে ভোজপুরী অভিনেত্রী সুমন কুমারীকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় শোরগোল পড়ে গেছে বাণিজ্যনগরীতে।
Advertisement

শুক্রবার (২১ এপ্রিল) রাতে মুম্বাইয়ের আরে কলোনি এলাকার নামী একটি হোটেলে আচমকা হানা দেয় পুলিশ। সেখানে দেহব্যবসা চালানো হচ্ছিল বলে অভিযোগ। অভিনেত্রী সুমন কুমারীকে ওই হোটেল থেকেই গ্রেফতার করা হয়। খবর আনন্দবাজারের।
Advertisement

পুলিশ বলছে, ওই হোটেলে দেহব্যবসা চালানো হয় গোপনসূত্রে এমন খবর পায় তারা। চক্রটিকে ধরতে সেই অনুযায়ী পরিকল্পনা করে হোটেলে পুলিশই এক তরুণীকে পাঠায়। নকল নাম নিয়ে ছদ্মবেশে তিনি হোটেলে যান। তার কথায় সায় দিয়ে ধরা পড়েন অভিনেত্রী সুমন।
Advertisement

অভিযোগ, ভোজপুরী এই অভিনেত্রীই চক্রটির মূলহোতা। তিনি প্রত্যেক মডেলের জন্য ৫০ হাজার থেকে ৮০ হাজার টাকা করে নিতেন। তাকে হেফাজতে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের সন্ধানও করা হচ্ছে। মুম্বাইয়ে সম্প্রতি এই ধরনের চক্রের বাড়বাড়ন্ত শুরু হয়েছে বলে অভিযোগ। যা নিয়ে পুলিশও চিন্তিত। জনসাধারণের উদ্দেশে কোনো সন্দেহজনক আচরণ বা ঘটনা দেখলে পুলিশের দ্বারস্থ হওয়ার আবেদন জানানো হয়েছে।
Advertisement

পুলিশের দাবি, সুমন কুমারী মডেলদের জোগান দিতেন। যারা দেশের নানা প্রান্ত থেকে মুম্বাইয়ে গিয়ে কেরিয়ার গড়ার স্বপ্ন দেখেন, তাদের ফাঁদে ফেলে পতিতাবৃত্তি গ্রহণেও বাধ্য করেন এই সুমন। তার বিরুদ্ধে আরও তথ্যপ্রমাণ সংগ্রহ করছে পুলিশ।
Advertisement

অভিনেত্রী সুমন ‘ল্যায়লা মজনু’-সহ একাধিক জনপ্রিয় ভোজপুরী ছবিতে কাজ করেছেন। কমেডি শো-তেও তাকে দেখা গিয়েছে।



