ওয়ার্ল্ড ক্রাইম নিউজ ২৪.কম (টিভি),ঢাকা প্রতিনিধি,সোমবার, ১০ এপ্রিল ২০২৩ : রাজধানীতে নামছে একশ’ বৈদ্যুতিক বাস। এসব বাস আগামী অক্টোবর-নভেম্বরের দিকে নামবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
Advertisement

সড়কপথে যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে রোববার (৯ এপ্রিল) দুপুরে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এ নির্দেশ দেন।
Advertisement

ঢাকায় এ সার্ভিস প্রথম শুরু হবে। মন্ত্রী জানান, আগামী অক্টোবর-নভেম্বর মাসে ঢাকায় একশ’ বৈদ্যুতিক বাস চলাচল করবে।
Advertisement

সড়ক পরিবহন মন্ত্রী আরও বলেন, এই ঈদে গাজীপুর প্রথম অগ্রাধিকার পাবে। বিআরটি প্রকল্পের রাস্তা যেন চলাচল যোগ্য থাকে সে ব্যাপারে সংশ্লিষ্টদের বিভিন্ন নির্দেশনা দেন।
Advertisement

ঈদুল ফিতর উদযাপনে সড়কপথে মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে সড়কে শৃঙ্খলা কার্যকরের ওপর গুরুত্ব দেন তিনি। এটাকে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে মনে করেন মন্ত্রী।
Advertisement

ওবায়দুল কাদের বলেন, ঈদে ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ঈদের আগে ও পরে সবমিলিয়ে ১২ দিন খোলা রাখা হবে। ঈদের আগে পাঁচদিন এবং পরে সাতদিন এসব ফিলিং স্টেশনগুলো ২৪ ঘণ্টা খোলা রাখা হবে।



